লাইটসেবার

লাইটসেবার হলো স্টার ওয়ার্স ফ্র্যাঞ্চাইজিতে ব্যবহৃত এক ধরনের কাল্পনিক শক্তি-তরবারি। এটিকে প্লাজমা ধারণকারী লুমিনিসেন্ট ব্লেড হিসেবে বর্ণনা করা হয়, যার দৈর্ঘ্য ৩ ফুট (০.৯১ মিটার) এবং এটি ১০.৫ ইঞ্চি (২৭ সেন্টিমিটার) দৈর্ঘ্যের ধাতব হাতল থেকে নির্গত হয়।[1]

লাইটসেবার
একটি রূপালি হাতল বিশিষ্ট নীল ফলকের লাইটসেবার

জেডাই অর্ডার এবং তাদের প্রতিদ্বন্দ্বী সিথদের বৈশিষ্ট্যমূলক অস্ত্র হলো লাইটসেবার।

তথ্যসূত্র

  1. "Star Wars A New Hope prop light sabre"। ডিসেম্বর ২১, ১৯৯৪। আগস্ট ২৭, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ৩১, ২০১৮ proparchives.com-এর মাধ্যমে।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.