লজিক ডিজাইন
লজিক ডিজাইন হলো ইলেকট্রিক ডিজাইন চক্রের একটি পর্যায়। এই পর্যায়ে একটি ইলেকট্রনিক ডিজাইনের ফাংশনাল ডিজাইনকে এমন একটি রূপে পরিবর্তিত করা হয়, যা লজিক অপারেশন, অ্যারিথম্যাটিক অপারেশন, কন্ট্রোল ফ্লো, ইত্যাদি ধারণ করতে পারে। এ পর্যায়ের একটি সাধারণ আউটপুট হলো RTL description। লজিক ডিজাইনকে সাধারণত সার্কিট ডিজাইন এর পরবর্তী ধাপ হিসেবে বিবেচনা করা হয়।[1]
তথ্য সূত্র
- Naveed Sherwani, "Algorithms for VLSI Physical Design Automation"
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.