রেসেলম্যানিয়া ২৯

রেসেলম্যামিয়া ২৯ (বিজ্ঞাপনে WrestleMania NY/NJ হিসেবে মুদ্রণ করা হয়েছে) ছিল ২৯তম বার্ষিক রেসেলম্যানিয়া পেশাদারি কুস্তি প্রতি-দর্শনে-পরিশোধ আয়োজন। এটি প্রযোজনা করেছে ডাব্লিউডাব্লিউই। ২০১৩ সালের ৭ এপ্রিল ইস্ট রাথারফোর্ড, নিই জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হয়। এই রেসেলম্যানিয়ায় ৮০,৬৭৬ ভক্ত উপস্থিত হয় , ডাব্লিউডাব্লিউই এর ইতিহাসে রেসেলম্যানিয়া ৩ এর পর বেশি উপস্থিতি।[4]

রেসেলম্যানিয়া ২৯
প্রচরণা পোস্টারে দ্য রক এবং জন সিন.
ট্যাগলাইন"রেসেলম্যানিয়া ইজ কামিং হোম..."
উদ্ভোবনী
সঙ্গীত(সমূহ)
"Coming Home" by Diddy – Dirty Money feat. Skylar Grey
"Bones" by Young Guns[1]
"Letters from the Sky" by Civil Twilight[2]
তথ্য
পদোন্নতিডাব্লিউডাব্লিউই
তারিখএপ্রিল ৭, ২০১৩
উপস্থিতি৮০,৬৭৬
ভেন্যুমেটলাইফ স্টেডিয়াম[3]
শহরঈস্ট রাথারফোর্ড, নিউ জার্সি
প্রতি-দর্শনে-পরিশোধ কালানুক্রমিক
এলিমিনেশন চেম্বার (২০১৩) রেসেলম্যানিয়া ২৯ এক্সট্রিম রুলস (২০১৩)
রেসেলম্যানিয়া কালানুক্রমিক
রেসেলম্যানিয়া ২৮ রেসেলম্যানিয়া ২৯ রেসেলম্যানিয়া ৩০

মেইন ইভেন্ট ছিল জন সিনা ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন দ্য রককে চ্যালেঞ্জ করেন, এবং রেসেলম্যানিয়া ২৮ এ দ্য রকের কাছে হারের প্রতিশোধ নিতে চান। এছাড়াও সিএম পাংক বনাম দি আন্ডারটেকার, পল বীয়ারের মৃত্যুর পুনারাবৃত্তি করে শেষ স্টোরিলাইন এবং রেসেলম্যানিয়ায় আন্ডারটেকারে জয়ের রেকর্ড। প্লাটিনিয়াম ম্যাচ ছিল নো হোল্ডস ব্যারেড ম্যাচে ট্রিপল এইচ বনাম ব্রক লেসনার ; যদি ট্রিপল এইচ হেরে যায় তাহলে তাকে অবসর নিতে হবে।

তথ্যসূত্র

  1. "Tweet WrestleMania Theme Song"। WWE Music Group @WWEMusic।
  2. "WWE Music"। WWE.com। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-১০
  3. Sulla-Heffinger, Anthony। "WWE's Triple H talks Wrestlemania XXIX"। New York Post। ১০ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১২
  4. "Press Release: WrestleMania 29 Shatters Records"। WWE। এপ্রিল ৭, ২০১৩। সংগ্রহের তারিখ এপ্রিল ৭, ২০১৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.