রেডমি
রেডমি (ইংরেজি: Redmi) চীন-ভিত্তিক একটি স্মার্টফোন সিরিজ এবং চীনা ইলেকট্রনিক কোম্পানি শাওমির একটি সাব-ব্র্যান্ড। শাওমির একটি বাজেট স্মার্টফোন ধারা হিশেবে এর সূচনা হয়েছিলো জুলাই ২০১৩ সালে। [1] ২০১৯ সালে রেডমি শাওমির আলাদা একটি সাব-ব্র্যান্ডে পরিণত হয়, যার মূল মনোযোগ প্রাথমিক ও মধ্যম বাজেটের ফোনের উপর; যেখানে শাওমির মনোযোগ উচ্চ-মধ্য ও উচ্চ মূল্যের ফোন মি ধারা। অ্যানড্রয়েডের উপর শাওমির নিজস্ব ব্যবহারকারী ইন্টারফেস মিইউআইসহ আসে রেডমি ফোনগুলো। মডলেগুলো সাধারণত প্রাথমিক পর্যায়ের রেডমি ফোন, যাদের ডিসপ্লে ৬" বেশী হয় সাধারণত, আর মধ্যম বাজেটের রেডমি নোট ধারা, আরেকটু ভালো বিবরণীসহ যেগুলোর ডিসপ্লে সাধারণত ৫" হয়। বিভিন্ন এশিয় ও ইউরোপীয় বাজারে নিন্ম বাজেটের রেডমি এ ও রেডমি গো সিরিজ বাজারজাত করা হয়েছে। অন্য শাওমি স্মার্টফোনগুলোর সাথে এদের মূল তফাতের জায়গা হলো, তারা আরও কম মূল্যের উপাদান ব্যবহার করে, আর তার জন্য এদের মূল্যও হয় কম। আগস্ট ২০১৪ সালে, দ্যা ওয়াল স্ট্রিট জার্নাল তাদের এক প্রতিবেদনে জানায়, শাওমি শিপমেন্টে পর্যায়ক্রমে চীনের ১৪% বাজার শেয়ার রেয়ছে।
![]() | |
স্থানীয় নাম | 红米 |
---|---|
সাব-ব্র্যান্ড | |
প্রতিষ্ঠাকাল | জুলাই ২০১৩ (শাওমি রেডমি সিরিজ হিশেবে) ১০ জানুয়ারি ২০১৯ (শাওমির সাব-ব্র্যান্ড হিসেবে) |
প্রধান ব্যক্তি | লু উইবিং (মহাব্যবস্থাপক) |
পণ্যসমূহ | স্মার্টফোন ফ্যাবলেট ল্যাপটপ স্মার্ট টিভি |
মূল প্রতিষ্ঠান | শাওমি |
ওয়েবসাইট | https://www.mi.com/ |


শাওমির পর, রেডমি হয়তো উইয়ার ওএস চলা স্মার্টওএস ও বাজারে ছাড়তে পারে। লু উইবিং, রেডমির মহাব্যবস্থাপক, এরকম কোন ইঙ্গিতই দিয়েছেন। আর এমন কিছু হলে, তা রেডমিকে স্মার্টঘড়ি শিল্পের নতুন প্রতিদ্বন্ধিতে পরিণত করবে। [2]
তথ্যসূত্র
- হং, কেয়লেন (৩১ জুলাই ২০১৩)। "শাওমি রেড রাইস ফোন বাজারে ছাড়লো"। দ্যা নেক্সট ওয়েব (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯।
- "শাওমির পর রেডমি হয়তো একটি উইয়ার ওএস ভিত্তিক স্মার্টওয়াচও ছাড়তে পারে"। Mobilescout.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯।