রেখা ভারদ্বাজ

রেখা ভারদ্বাজ একজন উল্লেখযোগ্য ভারতীয় সঙ্গীত শিল্পী। বলিউডে তিনি তার স্বতন্ত্র কন্ঠ, গান পরিবেশনের ধরন এবং গান বাছায়ের জন্য বিশেষভাবে পরিচিত।

রেখা ভারদ্বাজ
প্রাথমিক তথ্য
ধরনপ্লে-ব্যাক গায়ক
পেশাশিল্পী
কার্যকাল১৯৯৭-বর্তমান

রেখা ভারদ্বাজ ভারতীয় চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠিত একজন কন্ঠশিল্পী। তিনি দুইবার ফিল্মফেয়ার এওয়ার্ড ও একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) লাভ ককরেন।

কর্মজীবন

রেখা দিল্লীর হিন্দু কলেজের সঙ্গীত বিভাগের ছাত্রী ছিলেন।[1] তার প্রথম অ্যালবাম 'ইশক ইশক' ২০০০ সালে মুক্তি পায়।

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.