রুশেমা বেগম
রুশেমা বেগম একজন বাংলাদেশি শিক্ষক ও রাজনীতিবিদ ছিলেন যিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।
রুশেমা বেগম | |
---|---|
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাংসদ | |
কাজের মেয়াদ ১৬ ফেব্রুয়ারি ২০১৯ – ৯ জুলাই ২০১৯ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৩৩/৩৪ |
মৃত্যু | ৯ জুলাই ২০১৯ ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, ফরিদপুর, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশি |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
দাম্পত্য সঙ্গী | ইমামউদ্দিন আহমাদ |
সন্তান | ৩ |
পেশা | শিক্ষিকা রাজনীতিবিদ |
জীবনী
রুশেমা বেগম ফরিদপুর জেলার ঈশান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি বিদ্যালয়টির প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তার স্বামী ইমামউদ্দিন আহমাদ প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে ফরিদপুর-৫ (বর্তমান ফরিদপুর-৩) আসন থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[1]
২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাংসদ হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[2][3][4] ২০১৯ সালের ৯ জুলাই তিনি ৮৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে মৃত্যুবরণ করেন।[5][6][7]
তথ্যসূত্র
- "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। www.parliament.gov.bd।
- "সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত"। সমকাল। ১৬ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৯।
- "সংরক্ষিত আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত"। মানবজমিন। ১৭ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৯।
- "শপথ নিলেন সংরক্ষিত নারী এমপিরা"। একুশে টিভি। ২০ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৯।
- "সংরক্ষিত আসনের এমপি রুশেমা বেগম আর নেই"। সমকাল। ১০ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৯।
- "এমপি রুশেমা বেগম আর নেই"। আমাদের সময়। ১০ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৯।
- "সংরক্ষিত আসনের সাংসদ রুশেমা বেগম আর নেই"। প্রথম আলো। ১০ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৯।