রুনার আলেক্স রুনারসন

রুনার আলেক্স রুনারসন (জন্ম: ১৮ ফেব্রুয়ারি ১৯৯৫) হলেন একজন আইসল্যান্ডীয় পেশাদার ফুটবলার, যিনি এফসি নরশেল্যান্ড এবং আইসল্যান্ড জাতীয় দলের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।[1] তার বাবা রুনার ক্রিস্টিনসন, হচ্ছেন একজন সাবেক মধ্যমাঠের খেলোয়াড়, তিনি পূর্বে আইসল্যান্ডের হয়ে ১০০-এর অধিক ম্যাচ খেলেছেন।[2][3]

রুনার আলেক্স রুনারসন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম রুনার আলেক্স রুনারসন
জন্ম (1995-02-18) ১৮ ফেব্রুয়ারি ১৯৯৫
জন্ম স্থান আইসল্যান্ড
উচ্চতা ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব এফসি নরশেল্যান্ড
জার্সি নম্বর
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
0000–২০১২ কেআর রেইকিয়াভিক
২০১৪–২০১৫ এফসি নরশেল্যান্ড
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১২–২০১৩ কেআর রেইকিয়াভিক (০)
২০১৫– এফসি নরশেল্যান্ড ৫১ (০)
জাতীয় দল
২০১১–২০১২ আইসল্যান্ড অনূর্ধ্ব-১৭ (০)
২০১২–২০১৪ আইসল্যান্ড অনূর্ধ্ব-১৯ ১১ (০)
২০১৩–২০১৬ আইসল্যান্ড অনূর্ধ্ব-২১ ১৭ (০)
২০১৭– আইসল্যান্ড (০)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ২ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২৪ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০১৭ চীনা কাপের জন্য জ্যেষ্ঠ দলে ডাক পাওয়ার পূর্বে, রুনার আলেক্স আইসল্যান্ডের বেশ কয়েকটি যুব পর্যায়ের হয়ে খেলছেন।[4][5] তিনি ২০১৭ সালের ৯ই নভেম্বর তারিখে, চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে খেলার মাধ্যমে জাতীয় দলের হয়ে অভিষেক করেন।

তথ্যসূত্র

  1. "Rц╨nar Alex til Nordsjц╕lland | Rц V"Ruv.is। ২০১৪-০১-২৭। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-০১
  2. "Rúnar Kristinsson: Stefán er góður kostur"Mbl.is। ২০১৩-১১-৩০। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-০১
  3. "Rúnar Kristinsson"Visir.is। ২০১৭-০১-০৭। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-০১
  4. "Rúnar Alex Rúnarsson | Félagsmaður | Mótalisti | Mótamál | Knattspyrnusamband Íslands"Ksi.is (আইসল্যান্ডীয় ভাষায়)। ২০১৭-০১-০৭। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-০১
  5. "Sjö nýliðar með karlalandsliðinu til Kína"Ruv.is। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-০১

বহিঃসংযোগ

টেমপ্লেট:এফসি নরশেল্যান্ড দল


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.