রুথ নেগা

রুথ নেগা (ইংরেজি: Ruth Negga; জন্ম: ৭ জানুয়ারি ১৯৮২) হলেন একজন ইথিওপীয়-আইরিশ অভিনেত্রী। তিনি ২০১৬ সালে লাভিং চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার,[1] ইন্ডিপেন্ডেন্ট স্পিরিটি পুরস্কার, ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কারশ্রেষ্ঠ নাট্য চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন[2] এবং শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে আইরিশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন পুরস্কার ও বাফটা উদীয়মান তারকা পুরস্কার অর্জন করেছেন।

রুথ নেগা
Ruth Negga
২০১৭ সালে সান দিয়েগো কমিক কনে নেগা
জন্ম(১৯৮২-০১-০৭)৭ জানুয়ারি ১৯৮২
শিক্ষাস্নাতক (অভিয়ন অধ্যয়ন)
যেখানের শিক্ষার্থীট্রিনিটি কলেজ, ডাবলিন
পেশাঅভিনেত্রী
কার্যকাল২০০৪-বর্তমান

তিনি ক্যাপিটাল লেটারস (২০০৪), আইসোলেশন (২০০৫), ব্রেকফাস্ট অন প্লুটো (২০০৫), ও ওয়ারক্রাফট (২০১৬) চলচ্চিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি তিনি বিবিসির মিনি ধারাবাহিক ক্রিমিনাল জাস্টিস, আরটিই'র লাভ/হেট, ইফোরের মিসফিটস এবং এবিসির মার্ভেল্‌স এজেন্টস অব এস.এইচ.আই.ই.এল.ড.-এ অভিনয় করেছেন। ২০১৬ সাল তিনি এএমসি'র প্রিচার ধারাবাহিকে টিউলিপ ওহেয়ার চরিত্রে অভিনয় করছেন।

তথ্যসূত্র

  1. ক্লার্ক, ডোনাল্ড (২৪ জানুয়ারি ২০১৭)। "Oscars 2017: Ruth Negga nominated for best actress award"দি আইরিশ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৯
  2. "Ruth Negga"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.