রিভিলড রেকর্ডিংস

রিভিলড রেকর্ডিংস, (সংক্ষেপে রিভিলড নামেও পরিচিত) একটি ডাচ রেকর্ড লেবেল যা হার্ডওয়েল ২০১০ সালে প্রতিষ্ঠা করেন।[1][2] নেদারল্যান্ডস এর ব্রেডাতে এর হেডকোয়ার্টার অবস্থিত।[3]

রিভিলড রেকর্ডিংস
প্রতিষ্ঠাকাল২০১০-০৪-১১
প্রতিষ্ঠাতাহার্ডওয়েল
ধরন
  • ইলেক্ট্রো হাউস
  • বিগরুম হাউস
  • হার্ডস্টাইল
  • ব্যাস হাউস
দেশনেদারল্যান্ডস
অবস্থানব্রেডা, নেদারল্যান্ডস
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটrevealedrecordings.com

ইতিহাস

২০১০ সালের ১১ এপ্রিল ইলেক্ট্রনিক মিউজিক প্রযোজক ও ডিজে হার্ডওয়েল রিভিলড রেকর্ডিংস প্রতিষ্ঠা করেন। রিভিলড মূলত বিগ রুম হাউস, প্রগ্রেসিভ হাউস এবং ইলেক্ট্রো হাউস ধরনের সংগীত প্রকাশ করে।

২০১৫ সালে রিভিলড তাদের রেডিও শো, রিভিলড রেডিও শুরু করে, যা প্রতি সপ্তাহে লেবেলের একেকজন আর্টিস্ট দ্বারা পরিচালিত হয়।

২০১৮ সালে রিভিলড ইলেক্ট্রো পপ সংগীতকে প্রাধান্য দিয়ে তাদের সাব-লেবেল, জেমস্টোন রেকর্ডস এর যাত্রা শুরু করে।

তথ্যসূত্র

  1. Smith, Cody (২০১৭-০১-২৩)। "Hardwell's Most Well Known Hit Just Turned 5 Today"Your EDM। সংগ্রহের তারিখ ২০১৭-০১-৩০
  2. Guides, Mahy Ihab, Special to (২০১৬-০২-১৭)। "I am Hardwell in Dubai: All you need to know"GulfNews। ২০১৭-০২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০১-৩০
  3. Hearst, Chesney (২০১৬-০১-২৯)। "Hardwell Talks About His Return to Rio for the Rio Music Carnival"The Rio Times (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০১-৩০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.