রিপ ভ্যান উইঙ্কল (দ্ব্যর্থতা নিরসন)

"রিপ ভ্যান উইঙ্কল" মার্কিন লেখক ওয়াশিংটন আর্ভিং রচিত একটি ছোটগল্প, যা ১৮১৯ সালে প্রকাশিত হয়।

রিপ ভ্যান উইঙ্কল বলতে আরও বুঝায়:

চলচ্চিত্র

  • রিপ ভ্যান উইঙ্কল (১৯০৩-এর চলচ্চিত্র), উইলিয়াম কে এল ডিকসন পরিচালিত ১৯০৩ সালের মার্কিন স্বল্পদৈর্ঘ্য সাদাকালো নির্বাক চলচ্চিত্র।
  • রিপ ভ্যান উইঙ্কল (১৯১০-এর চলচ্চিত্র), ফ্রাঙ্ক এইচ ক্রেন অভিনীত ১৯১০ সালের থানহাউজার কোম্পানি প্রযোজিত চলচ্চিত্র।
  • রিপ ভ্যান উইঙ্কল (১৯১২-এর চলচ্চিত্র), ডব্লিউ জে লিংকন পরিচালিত ১৯১২ সালের অস্ট্রেলীয় পূর্ণদৈর্ঘ্য নির্বাক চলচ্চিত্র।
  • রিপ ভ্যান উইঙ্কল (১৯১৪-এর চলচ্চিত্র), ১৯১৪ সালের চলচ্চিত্র।
  • রিপ ভ্যান উইঙ্কল (১৯২১-এর চলচ্চিত্র), এডওয়ার্ড লুডউইগ পরিচালিত ১৯২১ সালের মার্কিন নির্বাক চলচ্চিত্র।

অন্যান্য শিল্পকলা ও বিনোদন

  • রিপ ভ্যান উইঙ্কল (হেলসিং), হেলসিং মাঙ্গার একটি চরিত্র।
  • রিপ ভ্যান উইঙ্কল (অপারেটা), রবার্ট প্লাঙ্কুয়েট রচিত তিন অঙ্কবিশিষ্ট অপারেটা।
  • রিপ ভ্যান উইঙ্কল, ফার্দে গ্রফের একটি গীতি কবিতা।

অন্য ব্যবহার

  • রিপ ভ্যান উইঙ্কল (ঘোড়া) (জ. ২০০৬), থরোব্রেড রেইসহর্স।
  • ওল্ড রিপ ভ্যান উইঙ্কল, কেন্টাকি স্ট্রেইট বাবার্ন হুইস্কির ব্র্যান্ড।
  • রিপ ভ্যান উইঙ্কল ব্রিজ
  • রিপ ভ্যান উইঙ্কল সিপার

আরও দেখুন

  • রব ভ্যান উইঙ্কল (ভ্যানিলা আইস)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.