রি-ছোস-ঙ্গেস-দোন-র্গ্যা-ম্ত্শো
রি-ছোস-ঙ্গেস-দোন-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: Ri chos nges don rgya mtsho) তিব্বতী বৌদ্ধধর্মের জো-নাং ধর্মসম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত দোল-পো-পা-শেস-রাব-র্গ্যাল-ম্ত্শান দ্বারা রচিত একটি বিখ্যাত গ্রন্থ বিশেষ।
সংক্ষিপ্ত বর্ণনা
সমাধিনির্মোচনসূত্রে সর্বপ্রথমবার উল্লিখিত ধর্মচক্রের তত্ত্ব সম্বন্ধে রি-ছোস-ঙ্গেস-দোন-র্গ্যা-ম্ত্শো গ্রন্থে বলা হয়েছে। এই গ্রন্থে শূন্যতা ও তথাগতগর্ভ সম্বন্ধে বিশ্লেষণ করা হয়েছে। এই বিশ্লেষণ পরবর্তীকালে জো-নাং ধর্মসম্প্রদায়ের গ্ঝান-স্তোং তত্ত্বের মূল ভিত্তি হিসেবে উঠে আসে। এই বিষয়ে দোল-পো-পা-শেস-রাব-র্গ্যাল-ম্ত্শানের চিন্তাভাবনা যোগাচার শিক্ষক অসঙ্গ ও বসুবন্ধুর দ্বারা প্রভাবিত ছিল। তিব্বতে দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্বারা জো-নাং ধর্মসম্প্রদায়ের বিহারগুলির অধিকারের দেড় শত বছর পূর্বেই এই গ্রন্থকে দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের ভিক্ষুরা নিষিদ্ধ ঘোষণা করে দেন।[1]
তথ্যসূত্র
- Newland, Guy (1992). The Two Truths: in the Mādhyamika Philosophy of the Ge-luk-ba Order of Tibetan Buddhism. Ithaca, New York, USA: Snow Lion Publications. আইএসবিএন ০-৯৩৭৯৩৮-৭৯-৩, p.30
আরো পড়ুন
- Jeffrey Hopkins (2006). Mountain Doctrine: Tibet's Fundamental Treatise on Other-Emptiness and the Buddha Matrix - by: Dolpopa, Jeffrey Hopkins, Snow Lion Publications, Hardcover, 832 Pages. আইএসবিএন ১-৫৫৯৩৯-২৩৮-X