রাসেল ডীন ডুপুইস

রাসেল ডীন ডুপুইস জর্জিয়া ইন্সটিটিউট অব টেকনোলজির স্কুল অব ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ইলেক্ট্রো-অপটিক্সের স্টীভ ডব্লিউ চ্যাডিক এনডোওড চেয়ার। রাসেল ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন থেকে তড়িৎ প্রকৌশলে ১৯৭০ সালে বিএস, ১৯৭১ সালে এমএস এবং ১৯৭২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ন্যাশনাল অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিং এর একজন সদস্য, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স, আমেরিকান ফিজিক্যাল সোসাইটি, আমেরিকান অ্যাসসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স এবং অপটিক্যাল সোসাইটি অব আমেরিকা এর ফেলো।

রাসেল ডীন ডুপুইস
জন্ম১৯৪৭
কর্মক্ষেত্রতড়িৎ প্রকৌশল
প্রাক্তন ছাত্রইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন
উল্লেখযোগ্য
পুরস্কার
আইইই এডিসন মেডেল
ন্যাশনাল মেডেল অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.