রায়েফ আল হাসান রাফা
রায়েফ আল হাসান রাফা (জন্ম: ২৭ অক্টোবর ১৯৮৬) একজন বাংলাদেশী সঙ্গীতজ্ঞ, গায়ক এবং গীতিকার। তিনি রক ব্যান্ড অর্থহীনের এবং ক্রিপ্টিক ফেইথের ড্রামার হিসাবেই বেশি পরিচিত। তিনি সেভিয়ার ডিমেনশিয়া, ক্রাল ও দ্য জয়েন্ট ফ্যামিলি এর মতো ব্যান্ডগুলোতেও কাজ করেছেন। তিনি রক ব্যান্ড এভয়েডরাফা-এর প্রতিষ্ঠাতা সদস্য।[1][2]
রায়েফ আল হাসান রাফা | |
---|---|
![]() রাফা ঢাবির টিএসসি মিলনায়তনে পারফর্ম করছেন | |
প্রাথমিক তথ্য | |
জন্ম নাম | রায়েফ আল হাসান রাফা |
জন্ম | ঢাকা, বাংলাদেশ | ২৭ অক্টোবর ১৯৮৬
ধরন |
|
পেশা |
|
বাদ্যযন্ত্রসমূহ |
|
কার্যকাল | ২০০৩-বর্তমান |
লেবেল | |
সহযোগী শিল্পী |
|
ওয়েবসাইট | avoidrafa |
জীবনী
সূচনা
তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেন, তিনি তার ভাই-বোনদের মধ্যে সবার ছোট ছিলেন। তিনি গিটারিস্ট ও ব্যান্ডদল 'ক্রাল'-এর প্রতিষ্ঠাতা সদস্য সাদী মুকতাফির ছোট ভাই। তার পিতার চাকরির পোস্টিং লিবিয়ায় হওয়ায় তার শৈশবকালের বেশিরভাগ সময় তিনি সেখানেই কাটিয়েছেন। ৫ বছর বয়সে বাংলাদেশে ফিরে আসার পর তিনি ঢাকায় ম্যাপেল লিফ ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি হন।[3] তাকে শৈশবকালে নজরুল গীতি এবং হারোনিয়াম শিখতে হয়েছিল, কিন্তু তখন সঙ্গীততে তার খুব আগ্রহ ছিল না।
বাদ্যযন্ত্র পেশা
সঙ্গীতের তালিকা
এভয়েডরাফাভ
(স্টুডিও অ্যালবাম)
- ভার
ক্রাল
(শুধুমাত্র একক)
- শেষ @ আগন্তুক ২ (২০০৪)
- অপেক্ষায় @ লোকায়ত (২০০৪)
- এক জানালা আকাশের মানচিত্র @ আন্ডারগ্রাউন্ড (২০০৬)
- ক্লান্ত বহুমাত্রিকতা @ আন্ডারগ্রাউন্ড ২ (২০০৭)
- সং ফর জুয়েল ভাই @ রক ১০১ (২০০৮)
- সংজ্ঞা মনুষ্যত্ব @ রক ৩০৩ (২০০৯)
- সংজ্ঞা সংযম @ রক ৫০৫ (২০১০)
- সূর্যায়নের শুরু @ রক ৬০৬ (২০১১)
সেভিয়ার ডিমেনশিয়া
(শুধুমাত্র একক)
- হাওলস অফ মুর্শিদাবাদ @ রাইজ অফ দ্য ইস্টার্ন ব্লাড (২০০৭)
- পূর্বাঞ্চলীয় রক্তের মুর্শিদাবাদ @ রাইজ অফ হাওলস (2007)
- ক্রিডেন্স অফ ফোর্ট উইলিয়াম @ রাইজ অফ দ্য ইস্টার্ন ব্লাড (২০০৭)
- শাডার থি ইনসিন্সড গডেস @ রক ৫০৫ (২০১০)
দ্য জয়েন্ট ফ্যামিলি
(শুধুমাত্র একক)
- রেভ্যুলেশন @ রক ২০২ (২০০৯)
- ভার @ আশুর (২০১০)
- দ্য বাইসাইকেল ডে @ রক ৪০৪ (২০১০)
- ভিশন অফ এ মাইন্ডস গার্ডেন @ রক ৭০৭ (২০১১)
ড্রিপ্পিং গোরের সঙ্গে (শুধুমাত্র একক)
- বিমোড় মনুষ্যত্বের উদ্ভাসন @ আগন্তুক ২ (২০০৫)
ক্রিপটিক ফেট
(স্টুডিও এলবাম)
- নয় মাস (২০১৩)
সলো ক্যারিয়ার
(শুধুমাত্র একক)
- স্মৃতিচারণ @ ক্রমান্বয় (২০০৯)
- পিছুটান @ ক্রমান্বয় (২০০৯)
- একটু বৃষ্টি @ দ্য হিট এলবাম ২ (২০১০)
- তুই নেই তাই @ ডিপ নেভার আগে (২০১০)
- আবার (উকুলেলে ভার্সন) (২০১৪)
- তুমি আর আমি @ অতঃপর (২০১৪)
- তুই, আমি আর তোরা @ ভিটামিন টি (২০১৪)
- আমি আকাশ পাঠাবো @ আমি আকাশ পাঠাবো (২০১৫)[4]
তথ্যসূত্র
- Adnin, Nazia Nusrat (৬ নভেম্বর ২০১২)। "Rafa: a versatile rocker"। New Age। Dhaka। ৮ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "Plugged: Raef Al Hasan Rafa"। Star Campus। The Daily Star। ২৯ জুলাই ২০১২।
- Suraiya, Sameeha (১ জুলাই ২০১১)। "The Rock 'n' Roller at School"। Star Campus (Interview)। The Daily Star।
- "Jon and Aparna pair up again for Valentine"। Dhaka Tribune। ৩ ফেব্রুয়ারি ২০১৫।
- Emon, Emran Mahbub (২১ জুলাই ২০১১)। "Mystique Inspiration"। Star Campus। The Daily Star।
- http://www.metal-archives.com/artists/Raef_al_Hasan_Rafa/58796
- http://www.reverbnation.com/raefalhasanrafa