রামেশ্বর নাথ কাও

রামেশ্বর নাথ কাও (ইংরেজি:Rameshwar Nath Kao) (জন্ম: ১০ মে ১৯১৮ – মৃত্যু: ২০ জানুয়ারি ২০০২) একজন ভারতীয় গোয়েন্দা। তিনি ভারতের বহিঃ-গোয়েন্দা সংস্থার প্রথম প্রধান ছিলেন। তিনি রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং () সংস্থার প্রতিষ্ঠাকাল থেকেই ১৯৬৯ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত উক্ত প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

Rameshwar Nath Kao
চিত্র:Founderdirector2.JPG
First Director of R&AW
কাজের মেয়াদ
1968–1977
উত্তরসূরীকে. শংকরণ নায়ের
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯১৮-০৫-১০)১০ মে ১৯১৮
বারাণসী, বৃটিশ ভারত
মৃত্যুজানুয়ারি ২০, ২০০২(2002-01-20) (বয়স ৮৪)
নয়া দিল্লি
জাতীয়তাভারতীয়
জীবিকাস্পাইমাস্টার
ধর্মহিন্দু

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.