রাফাও কুরজাওয়া

রাফাও কুরজাওয়া (জন্ম: ২৯ জানুয়ারি ১৯৯৩) হলেন পোল্যান্ডের একজন পেশাদার ফুটবলার, যিনি পোলিশ ক্লাব গোরনিক জাবজে এবং পোল্যান্ড জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

রাফাও কুরজাওয়া
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম রাফাও কুরজাওয়া
জন্ম (1993-01-29) ২৯ জানুয়ারি ১৯৯৩
জন্ম স্থান উইরুসজুভ, পোল্যান্ড
উচ্চতা ১.৮২ মি (৬ ফু ০ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব গোরনিক জাবজে
জার্সি নম্বর .৭
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
২০০৫–২০০৬ সকোয়েল সুইবা
২০০৬–২০১০ মারচিঙ্কি কেপনো
২০১০–২০১১ গোরনিক জাবজে
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১১– গোরনিক জাবজে ১০৯ (৭)
২০১২–২০১৩আরওডাব্লিউ ১৯৬৪ রাইবনিক (ধার) ৪৯ (৪)
জাতীয় দল
২০১৭– পোল্যান্ড (০)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ১ জুন ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০১৮ সালের ৪ঠা জুন, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত পোল্যান্ডের ২৩ সদস্যের চূড়ান্ত দলে স্থান পান।[1]

তথ্যসূত্র

  1. "Poland World Cup 2018 squad and team guide"। telegraph.co.uk। ৪ জুন ২০১৮।

বহিঃসংযোগ =

টেমপ্লেট:Górnik Zabrze squad


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.