রানঝানা
রানঝানা (বাংলা: প্রিয়তম) হল ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি রোমান্টিক ড্রামা চলচ্চিত্র, যেটি পরিচালনা করেছিলেন আনন্দ লাল রায় এবং চিত্রনাট্য লিখেছেন হিমাংশু শারমা| ছবিটি ইরোস ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মাণ করেছেন কৃষ্ণা লুল্লা| এতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন ধনুষ, সোনম কাপুর এবং অভয় দেওল| তামিল নায়ক ধনুষ এই চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মত বলিউডে আত্মপ্রকাশ করেন| ২১শে জুন ২০১৩তে ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পায় এবং এক সপ্তাহ পর এর তামিল সংষ্করণ আম্বিকাপাথি মুক্তি দেওয়া হয়| তামিল সংষ্করণের জন্য সংলাপ লিখেছিলেন জন মাহেন্দ্রান|
রনঝনা | |
---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তি পোস্টার | |
পরিচালক | আনন্দ এল. রাই |
প্রযোজক | ক্রিসিকা লুল্লা[1] |
চিত্রনাট্যকার | হিমাংশু শর্মা |
কাহিনীকার | হিমাংশু শর্মা |
শ্রেষ্ঠাংশে | ধনুশ সোনম কাপুর অভয় দেওল |
সুরকার | এ আর রহমান |
চিত্রগ্রাহক | নটরঞ্জন সুবরানিয়াম বিশাল সিনহা |
সম্পাদক | হেমাল কোথারী |
প্রযোজনা কোম্পানি | কালার ইয়েলো পিকচার |
পরিবেশক | ইরস ইন্টারন্যাশনাল |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১৪০ মিনিট |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹৩৫০ মিলিয়ন (US$৪.৮৭ মিলিয়ন) |
আয় | ₹১.২ বিলিয়ন (US$১৬.৭ মিলিয়ন)[3] |
ছবির আবহসঙ্গীত ও সঙ্গীত পরিচালনায় ছিলেন এ আর রহমান| সঙ্গীত রচনা করেছেন ইরশাদ কামিল (হিন্দি) ও বৈরামুথু (তামিল)|
মুক্তির এক সপ্তাহের মাঝেই ছবিটির আয় নিজ দেশ ভারতে ৩৪.৯ কোটি রুপিতে পৌছায় এবং বক্স অফিস ভারতের কাছ থেকে ব্যবসাসফল ছবির স্বীকৃতি পায়| প্রথম চার সপ্তাহে ছবিটি বিশ্বব্যাপী ৭০ কোটি রুপি আয় করে|
কাহিনী
অভিনয়ে
- ধনুষ: কুন্দন শঙ্কর চরিত্রে
- সোনম কাপুর : জয়া হায়দার চরিত্রে
- অভয় দেওল : যশজিত সিংহ/আকরাম জায়েদি চরিত্রে
- সুরজ সিংহ : আনন্দ চরিত্র
- স্বরা ভাস্কর : বিন্দিয়া চরিত্রে
- মোহাম্মদ জিশান আইয়ুব : মুরারি চরিত্রে
- শিল্পী সারওয়াহা : রেশমি চরিত্রে
- বিপিন শার্মা : কুন্দনের বাবা চরিত্রে
নির্মাণ
প্রস্তুতি
২০১১ সালে সোনাক্ষী সিনহা ও শহীদ কাপুরকে জয়া ও কুন্দন চরিত্রের জন্য বাছাই করা হয়েছিল; কিন্তু প্রভুদেবার পরবর্তী আর...রাজকুমার ছবিতে চুক্তিবদ্ধ হওয়ায় তারা সেই ছবির প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ে | পরবর্তীতে ২০১২ সালের জানুয়ারিতে তামিল নায়ক ধনুষকে কুন্দন চরিত্রের জন্য রাজি করানো হয়| ২০১২ সালের মার্চ মাসে সোনম কাপুর জয়া(Zoya) চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হন এবং বিশেষ একটি চরিত্রে অভয় দেওলকে চুক্তিবদ্ধ করা হয়| ছবিটির কোরিওগ্রাফার অরবিন্দ কাউর মুল চরিত্রদ্বয়ের কিশোর ও তরুণ উভয় বয়স ফুটিয়ে তোলার উপযোগী হবে সেদিকটিও লক্ষ রেখে নায়ক নায়িকা নির্বাচন করেন| এছাড়া শুটিং শুরুর পূর্বে সোনম কাপুরকে নিয়ে তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন|
চলচ্চিত্রায়ণ
সঙ্গীত
মুক্তি
সমালোচকদের সাড়া
বক্স অফিস
পুরষ্কার এবং মনোনয়ন
তথ্যসূত্র
- Dibyojyoti Baksi। "Jaya Bachchan's performance in Guddi inspired me: Sonam Kapoor"। Hindustan Times। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৩।
- "'Ambikapathy' release postponed"। Sify। ১৪ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৩।
- "Dhanush makes his mark in Bollywood"। Times of India। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৩।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে রানঝানা
(ইংরেজি)