রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ
রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রাজশাহী শহরের শহর থেকে ৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে সপুরা রাজশাহী সেনানিবাস এর অভ্যান্তরে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যা বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হয়।
রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ | |
---|---|
অবস্থান | |
সপুরা, রাজশাহী বাংলাদেশ | |
তথ্য | |
ধরন | বেসরকারী |
প্রতিষ্ঠাকাল | ১৯৮৬ সালে[1] |
শ্রেণী | নার্সারী - দ্বাদশ |
ক্যাম্পাসের আকার | ৩ একর |
ওয়েবসাইট | http://rajcpsc.edu.bd |
পটভুমি ও উদ্দেশ্য
রাজশাহী ক্যান্টনমেন্ট এর কার্যক্রম শুরু হওয়ার পর এই ক্যান্টনমেন্ট-এ কর্মরত সামরিক ও বেসামরিক কর্মকর্তা/ কর্মচারীগণের সন্তানদের মান সম্পন্ন শিক্ষাদান এবং নিরাপদ পরিবেশে পাঠ্যক্রম পরিচালনার জন্য একটি বিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভত হতে থাকে। এই প্রয়োজনীয়তার পরিপ্রেক্ষিতে সেনানিবাসের অনুরোধের আলোকে সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর কর্তৃক ০১/০১/১৯৮৬ খ্রিষ্টাব্দ তারিখে রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ডের আওতায় ৩ একর জমির উপর একটি জুনিয়র হাই স্কুল প্রতিষ্ঠা করা হয়। পরে ০১/০১/১৯৮৮ খ্রিষ্টাব্দ তারিখে উক্ত বিদ্যালয়টি হাই স্কুলের মর্যাদা লাভ করে।[2]
শিক্ষা কার্যক্রম
বিদ্যালয়টি ৩৯ কক্ষ বিশিষ্ট তিন তলা ভবনের উপর প্রতিষ্ঠিত। বিদ্যালয়ে শিশু শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র- ছাত্রীদের পাঠ্যক্রম পরিচালিত হয়। সেনানিবাসের অভ্যন্তরে মনোরম প্রাকৃতিক পরিবেশে রাজশাহী মহানগরীতে একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে ।
তথ্যসূত্র
- http://www.rajcpsc.edu.bd রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর অফিসিয়াল ওয়েবসাইট
- http://www.erajshahi.gov.bd/app/cc_service/cc_service.php?cmd=details&id=2641&tempid=1%5B%5D