রাগিব আগা

রাগিব গুল আগা (জন্ম: ১০ জুলাই ১৯৮৪) একজন কেনীয় ক্রিকেটার এবং অলরাউন্ডার তিনি সাসেক্স এবং কেনিয়ার হয়ে খেলেছেন। ২০০৪ সালের অক্টোবর ও নভেম্বরে শারজায় দুইই মাসের জন্য হিতেশ মোদির পরিবর্তে কেনিয়ার তৃতীয় দলনেতা নির্বাচিত হয়েছিলেন। ২০০৭ মৌসুমে কাউন্টির জন্য লিস্ট এ খেলার পর, ২০০৮ সালে, ব্রিটিশ পাসপোর্ট নিয়ে, আগা সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার জন্য এক বছরের চুক্তি স্বাক্ষর করেন। ২০০৮ সালে আশ্চর্যজনকভাবে কেনীয়্দলে ডাক পান। আগা সাসেক্স এ আরও দুই মৌসুম কাটিয়ে, ২০১০ মৌসুম শেষে কাউন্টি ক্রিকেট থেকে বিদায় নেন।

রাগিব আগা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামরাগিব গুল আগা
জন্ম (1984-07-10) ১০ জুলাই ১৯৮৪
নাইরোবি, কেনিয়া
ব্যাটিংয়ের ধরনডান হাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম-ফাস্ট
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব
ওডিআই অভিষেক
(ক্যাপ ২৭)
১১ সেপ্টেম্বর ২০০৪ বনাম ভারত
শেষ ওডিআই১৩ মার্চ ২০১৩ বনাম কানাডা
ওডিআই শার্ট নং৭৫
টি২০আই অভিষেক
(ক্যাপ ১৬)
২ অগাস্ট ২০০৮ বনাম নেদারল্যান্ডস
শেষ টি২০আই১৬ মার্চ ২০১৩ বনাম কানাডা
টি২০আই শার্ট নং৭৫
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৭–২০১০সাসেক্স (দল নং ২৮)
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ODIs T20I FC LA
ম্যাচ সংখ্যা ১০ ২০ ২২ ২৮
রানের সংখ্যা ৪৯ ২১৩ ৪৪৩ ২৫৩
ব্যাটিং গড় ৭.০০ ১৩.৩১ ১৪.৭৬ ১২.৬৫
১০০/৫০ / ০/১ /১ /
সর্বোচ্চ রান ১৮ ৫২* ৬৬* ৪৩
বল করেছে ৩২৪ ২৮৮ ২,০৩৮ ৮৭২
উইকেট ১৫ ৩৪ ২৪
বোলিং গড় ৩৬.১৪ ২০.৪০ ৩৮.৪৪ ৩২.০৪
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ২/১৭ ৩/২৪ ৫/৪৬ ৪/১৪
ক্যাচ/স্ট্যাম্পিং ৩/dash; ৭/ ৯/ ৭/

তথ্যসূত্র

    বহিঃসংযোগ


    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.