আরএনএ

রিবোনিউক্লিয়িক এসিড(আরএনএ) হলো নিউক্লিয়িক এসিড পলিমার যা রাইবোনিউক্লিওটাইড মোনোমার দ্বারা গঠিত হয়। যাদের ডি.এন.এ নেই তাদের আর.এন.এ থাকে। রাইবোনিউক্লিওটাইডের অংশ:

  • ফসফেট
  • রাইবোনিউক্লিওসাইড
    • রাইবোজ (পাঁচ-কার্বনধারী অ্যালডোজ একশর্করা
    • নাইট্রোজেনযুক্ত অ্যারোমাটিক ক্ষারযৌগ(base)
      • পিউরিন:
      • পিরিমিডিন:
        • ইউরাসিল (U)
        • সাইটোসিন (C)
বামে আরএনএ ও এর নাইট্রোজেন ভিত্তিসমূহ এবং ডানে ডিএনএ প্রদর্শিত হচ্ছে

নানা প্রকার আরএনএ

এম-আরএনএ

আর-আরএনএ

টি-আরএনএ

যে সব RNA জেনেটিক কোড অণুযায়ী একেকটি অ্যামিনো এসিড কে mRNA তে স্থানান্তর করে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে সেগুলোকে tRNA বা ট্রান্সফার RNA বলে। প্রতিটি কোষে প্রায় ৩১-৪২ ধরনের tRNA থাকে। নিউক্লিয়াসের ভিতরে tRNA এর সৃষ্টি হয়। প্রতিটি tRNA তে মোটামুটি ৯০ টি নিউক্লি্উটাইড থাকে। প্রাথমিকভাবে প্রতিটি tRNA এক সূত্রক এবং লম্বা চেইনের মতো থাকে কিন্তু পরবর্তীতে এটি ভাঁজ হয়ে যায় এবং বভিন্ন বেস-এর মধ্যে জোডার সৃষ্টি হয়ে প্রতিটি tRNA-তে একাধিক ফাঁস সৃষ্টি হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁস হলো অ্যান্টিকোডন ফাঁস যা mRNA-এর কোডন এর সাথে মুখোমুখি বসে যেতে পারে। tRNA-৩ প্রান্ত এক সূত্রক এবং সব সময়ই CCA ধারায় বেস সজ্জিত থাকে। এখানে অ্যামিনো এসিড সংযুক্ত হয়। ফাঁস অবস্থায় সবসময়ই অ্যান্টিকোডন ফাঁস ও অ্যামিনো এসিড সাইট বিপরীত অবস্থানে থাকে। তিনটি বেস নিয়ে অ্যান্টিকোডন সৃষ্টি হয়।

এমআই-আরএনএ

এসআই-আরএনএ

এসএন-আরএনএ

রাবোজাইম

সেলফ স্প্লাইসিং ইনট্রন

রএনএ অ্যাপ্টামার

আরএনএ-বিশ্ব তত্ব

তথ্যসূত্র

    1. campbell biology . Own idea and knowledge

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.