রহিম উদ্দিন ভরসা

রহিম উদ্দিন ভরসা (১৯৩৪-২০১৮) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রংপুর জেলার রাজনীতিবিদ ও সাবেক সাংসদ। তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য।[1]

রহিম উদ্দিন ভরসা
বিলুপ্ত রংপুর-১০ (বর্তমান রংপুর-৪) আসনের সাবেক সাংসদ
কাজের মেয়াদ
১৯৭৯  ১৯৮২
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৩৪
রংপুর জেলা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
(বর্তমান বাংলাদেশ)
মৃত্যু২৭ জুলাই ২০১৮
ঢাকা
নাগরিকত্বব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
সম্পর্ককরিম উদ্দিন ভরসা (ভাই)
সন্তান৩ ছেলে ও দুই মেয়ে
পিতামাতামৃত মনের উদ্দিন পাইকার (পিতা)

জন্ম ও প্রাথমিক জীবন

রহিম উদ্দিন ভরসা ১৯৩৪ সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত মনের উদ্দিন পাইকার।[2]

রাজনৈতিক ও কর্মজীবন

রহিম উদ্দিন ভরসা মুসলিম লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। জিয়াউর রহমানের শাসনামলে বিএনপিতে যোগ দিয়ে বিলুপ্ত রংপুর-১০ (বর্তমান রংপুর-৪) আসন থেকে ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য। তিনি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন পরিচালক ছিলেন। তিনি রংপুর সদরে বিএনপির সাবেক সভাপতি এবং রংপুরের স্থানীয় পত্রিকা দৈনিক যুগের আলোর প্রতিষ্ঠাতা প্রকাশক। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ও ২০০৮ সালের নবম জাতীয় নির্বাচনে রংপুর-৪ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে নির্বাচন করে পরাজিত হন তিনি। [3][4]

পারিবারিক জীবন

রহিম উদ্দিন ভরসার ভাই করিম উদ্দিন ভরসা রংপুর-৪ আসনের সাবেক এমপি। ছেলে এমদাদুল হক ভরসাসহ ৩ ছেলে ও দুই মেয়ের জনক তিনি।

মৃত্যু

রহিম উদ্দিন ভরসা ২৭ জুলাই ২০১৮ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। [5]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  2. "মো. রহিম উদ্দিন ভরসা"প্রিয়.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১২
  3. "চলে গেলেন সাবেক এমপি রহিম উদ্দিন ভরসা"amritabazar.com। ২০১৯-১১-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১২
  4. "রহিম উদ্দিন ভরসা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১২
  5. "রহিম উদ্দিন ভরসা আর নেই"Ekushey TV। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.