রহস্যপত্রিকা

রহস্যপত্রিকা বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় মাসিক পত্রিকাসেবা প্রকাশনী থেকে এই পত্রিকা জনাব কাজী আনোয়ার হোসেন-এর সম্পাদনায় ১৯৮৪ খ্রিষ্টাব্দ থেকে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। এটি একটি রহস্য ও অ্যাডভেঞ্চারধর্মী সাহিত্য পত্রিকা। এছাড়াও এ পত্রিকায় পাঠকদের অংশগ্রহণে বিভিন্ন প্রকারের সাহিত্যকর্ম স্থান পায়।

বিবরন

রহস্যপত্রিকা সবসময় পেপারব্যাক কাগজে সাদা-কালোতে ছাপা হয়। প্রচ্ছদের জন্য রঙিন ছাপা ব্যবহৃত হয়। পত্রিকার বিভিন্ন নিয়মিত বিভাগ রয়েছে। এছাড়া লেখা প্রাপ্তিসাপেক্ষে বিভিন্ন অনিয়মিত বিভাগও চালু করা হয়।

নিয়মিত বিভাগ

  • খোলা চিঠি (পাঠকের চিঠি স্থান পায় এ বিভাগে)
  • ফিচার (বিভিন্ন বিষয়ে সচিত্র কিংবা চিত্রহীন ফিচার ছাপা হয় এ বিভাগে)
  • আপনার স্বাস্থ্য (বিভিন্ন স্বাস্থ্য সমস্যা ও সচেতনতা বিষয়ে নিবন্ধ লিখেন একজন বিশেষজ্ঞ ডাক্তার এবং পাঠকের স্বাস্থ্য সমস্যার জবাব দেন)
  • বিজ্ঞান বার্তা (সাম্প্রতিক বিজ্ঞান সংশ্লিষ্ট খবরাখবরের সংকলন এই পাতাটি)
  • বুদ্ধির ব্যায়াম (বিভিন্ন বিষয়ে বুদ্ধির চর্চা সংক্রান্ত পাজল দেয়া থাকে এবং আগের সংখ্যার কুইজ বিজয়ীর নাম উল্লেখ করা থাকে)
  • ঘর-সংসার (বিভিন্ন গৃহস্থালি টুকিটাকি পরামর্শ বিষয়ক নিবন্ধ ও খাবারের রসিপি দেয়া থাকে। এছাড়া পাঠকের বিভিন্ন সমস্যার সমাধানে উত্তর দেন বিশেষজ্ঞ)
  • হরেক রকম (সাম্প্রতিক বিভিন্ন আশ্চর্য ঘটনাবলীর সংকলন এই বিভাগ)
  • রিপ্লি থেকে (রিপ্লি'য বিলিভ ইট অর নট থেকে সচিত্র ছোট্ট আশ্চর্য ঘটনার সংকলন এই বিভাগ)
  • চিত্রময় বিশ্ব (সিনেমা ও তারকাজগতের সাম্প্রতিক হালচাল সচিত্র তুলে ধরা হয় এই বিভাগে)
  • ভাগ্যচক্র (একজন জ্যোতিষের মাধ্যমে মাসওয়ারি ভাগ্যগণনার ফলাফল উপস্থাপিত হয়। এছাড়া জন্ম তারিখের ভিত্তিতে পাঠকের বিভিন্ন সমস্যার সমাধান ও প্রশ্নের উত্তর দেয়া হয়)
  • শব্দফাঁদ (এ বিভাগে ক্রসওয়ার্ড পাজল দেয়া হয় এবং পূর্ববর্তি সংখ্যার বিজয়ীর নাম উল্লেখ করা হয়)
  • নতুন বই (সেবা প্রকাশনী ও প্রজাপতি প্রকাশন থেকে প্রকাশিত নতুন বইসহ বাজারে আসা নতুন বইয়ের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয় এই বিভাগে)

প্রায় নিয়মিত বিভাগ

  • হরর গল্প
  • অনুবাদ গল্প
  • রহস্য গল্প
  • ভৌতিক গল্প
  • পিশাচ কাহিনী
  • শিকার কাহিনী
  • অণু গল্প
  • পাঠকের গল্প
  • অতিপ্রাকৃত গল্প
  • রম্য গল্প
  • ছোট গল্প

অন্যান্য অনিয়মিত বিভাগ

  • মুক্তিযুদ্ধের কাহিনী
  • জীবন চিত্র
  • ভয়ঙ্কর অভিজ্ঞতা
  • মজার অভিজ্ঞতা

তথ্যসূত্র

  • মাসিক রহস্যপত্রিকা, জুলাই ২০০৯
  • মাসিক রহস্যপত্রিকা, সেপ্টেম্বর ২০০৮; ২৪ বর্ষ, ১১ সংখ্যা।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.