রয়েল ব্রুনাই এয়ারলাইন্স
রয়েল ব্রুনাই এয়ারলাইন্স হচ্ছে ব্রুনাই দারুসসালাম এর জাতীয় পতাকা বহনকারী এয়ারলাইন, যার হেডকোয়ার্টার বন্দর সেরি বেগাওয়ান এর আর বি প্লাজাতে অবস্থিত । এয়ারলাইন্সটি সম্পূর্ণভাবে ব্রুনাই সরকার এর নিয়ন্ত্রনাধীন । এর প্রধান কেন্দ্রস্থল হচ্ছে বেরাকাস এ অবস্থিত ব্রুনাই আন্তর্জাতিক বিমানবন্দরে, যা ব্রুনাই এর রাজধানী বন্দর সেরি বেগাওয়ান এ অবস্থিত ।
| |||||||
প্রতিষ্ঠাকাল | ১৮ নভেম্বর ১৯৭৪ | ||||||
---|---|---|---|---|---|---|---|
কার্যক্রম শুরু | ১৪ মে ১৯৭৫ | ||||||
হাবসমূহ | Brunei International Airport | ||||||
নিয়মানুযায়ী উড়ান পরিকল্পনা | Royal Skies | ||||||
এয়ারপোর্ট লাউঞ্জ | Sky Lounge | ||||||
বহরে বিমানের সংখ্যা | 10 | ||||||
গন্তব্যসমূহ | 16 | ||||||
প্যারেন্ট কোম্পানি | Government of Brunei | ||||||
প্রধান কার্যালয় | Bandar Seri Begawan, Brunei | ||||||
গুরুত্বপূর্ণ ব্যক্তি | Dato Paduka Haji Bahrin bin Abdullah (Chairman)[1] Karam Chand (CEO) | ||||||
ওয়েবসাইট | www |
ইতিহাস
রয়েল ব্রুনাই এয়ারলাইন্স ১৯৭৪ সালের ১৮ নভেম্বর দুটি নতুন বোয়িং ৭৩৭-২০০এস নিয়ে প্রতিষ্ঠিত হয় ।[2] এয়ারলাইন্সটির প্রথম ফ্লাইট পরিচালিত হয়েছিলো ১৯৭৫ সালের ১৪ মে ব্রুনাই আন্তর্জাতিক বিমানবন্দর হতে সিঙ্গাপুরে । একই দিনে তৎকালীন বিট্রিশ কলোনী হংকং এবং পুর্ব মালয়েশিয়া(মালয়েশিয়ান বোর্নিও) এর দুটি শহর কোটা কিনাবালু এবং কুচিং এ ফ্লাইট পরিচালিত হয় ।
প্রথমদিকে বিভিন্ন গন্তব্যে ফ্লাইট সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে ১৯৭৬ সালে ম্যানিলাতে এবং ১৯৭৭ সালে ব্যাংককে ফ্লাইট পরিচালনা শুরু করা হয় । তিন বছর পর রয়েল ব্রুনাই এয়ারলাইন্স একটি বোয়িং ৭৩৭-২০০কিউ সি-যা ছিলো এর তৃতীয় বোয়িং-যা এয়ারলাইনটিকে ১৯৮১ সালে কুয়ালালামপুর এবং ১৯৮৩ সালে পোর্ট ডারউইনে ফ্লাইট পরিচালনায় সহায়তা করে ।
সাবসিডিয়ারি
রয়েল ব্রুনাই এর সাবসিডিয়ারিগুলো হল এয়ারলাইনটিকে সাপোর্ট করার জন্য এর অধীনস্থ অঙ্গসংগঠনগুলো । এদের মধ্যে রয়েছে রয়েল ব্রুনাই ক্যাটারিং, যা ফ্লাইটগুলোতে পরিবেশনকৃত খাবার প্রস্তুত এবং সরবরাহের কাজে নিয়োজিত । এছাড়া রয়েছে রয়েল ব্রুনাই ইঞ্জিনিয়ারিং, যা এয়ারলাইনটি দ্বারা পরিচালিত বিমানগুলো রক্ষণাবেক্ষন এবং তত্ত্বাবধানের দায়িত্বে নিয়োজিত রয়েছে ।
গন্তব্যস্থলসমূহ
২০১৪ সালের জুলাই মাস অনুসারে রয়েল ব্রুনাই এয়ারলাইন্সের বিমানগুলো নিচের দেশগুলোর বিভিন্ন শহরে ফ্লাইট পরিচালনা করে থাকে । [3]
অস্ট্রেলিয়া, মায়ানমার, চীন, জার্মানি, হংকং, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, জাপান, কুয়েত, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সৌদি আরব, সিঙ্গাপুর, তাইওয়ান, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ভিয়েতনাম ।
কোডশেয়ার চুক্তি
২০১১ সাল অনুসারে রয়েল ব্রুনাই এয়ারলাইন্স এর সাথে নিচের বিমানসংস্থাগুলোর কোড শেয়ার চুক্তি বিদ্যমান রয়েছে ।[4]
- ক্যাথি প্যাসিফিক/ড্রাগনএয়ার
- গারুডা ইন্দোনেশিয়া
- হংকং এয়ারলাইন্স [5]
- মালয়েশিয়া এয়ারলাইন্স
- দ্যা এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল
- মাসউইংস
- মায়ানমার এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল
- টার্কিশ এয়ারলাইন্স
পরিচালিত বিমানসমূহ
২০১৫ সালের ডিসেম্বর অনুসারে রয়েল ব্রুনাই এয়ারলাইন্স এর বিমানবহরে নিন্মলিখিত বিমানগুলো রয়েছে: এয়ারবাস এ৩২০-২০০, এয়ারবাস এ৩২০নিও, বোয়িং ৭৮৭-৮
২০০৯ সালে রয়েল ব্রুনাই এয়ারলাইন্স এর পাঁচটি নতুন বোয়িং ৭৮৭-৮ বিমান লীজ নেয়ার কথা ছিল, তবে এ সময়টি পিছিয়ে ২০১৩/২০১৪ সালের দিকে চলে যায় ।
পূর্বের পরিচালিত বিমানসমূহ
রয়েল ব্রুনাই এয়ারলাইন্স এর দ্বারা বিগত বিভিন্ন সময়ে নিচের বিমানগুলো পরিচালিত হয়েছে:
- বোয়িং ৭৩৭-২০০
- বোয়িং ৭২৭-২০০
- বোয়িং ৭৬৭-২০০/২০০ইআর
- বোয়িং ৭৬৭-৩০০ইআর
- বোয়িং ৭৭৭-২০০ইআর
- ফকার ৫০
- ফকার ১০০
কেবিন
বিজনেস ক্লাস বোয়িং ৭৮৭এস বিজনেস ক্লাস এর আসনগুলো সম্পূর্ণ বিছানার মতো ফ্ল্যাট করে ব্যবহার করা সম্ভব । প্রতিটি আসনের সাথে একটি ১৫.৪ ইঞ্চি, ডুয়ো ফাংশন ইন সিট পারসোনাল টিভি(টাচ স্ক্রীণ এবং রিমোট কন্ট্রোল সুবিধা সম্বলিত)এবং ইন-সিট পাওয়ার আউটলেট সুবিধা বিদ্যমান ।
ইকোনমি ক্লাস বোয়িং ৭৮৭এস ইকোনমি ক্লাস এর আসনগুলো এর অবস্থান থেকে ৬ ইঞ্চি হেলানো সম্ভব । প্রতিটি আসনের সাথে ৯ ইঞ্চি, টাচ স্ক্রীণ ইন-সিট পারসোনাল টিভি রয়েছে যেক্ষেত্রে ইউএসবি চার্জিং সুবিধা এবং ইন-সিট পাওয়ার আউটলেট সুবিধা বিদ্যমান ।
সার্ভিসসমূহ ভ্রমণাবস্থায় ক্যাটারিং যেহেতু ব্রুনাই এ অ্যালকোহল বিক্রয় নিষিদ্ধ, সেজন্য রয়েল ব্রুনাই এয়ারলাইন্সের বিমানগুলোতে ফ্লাইটের সময় অ্যালকোহল পরিবেশন করা হয় না । তবে, যাত্রীরা তাদের নিজেদের সঙ্গে ব্যক্তিগতভাবে অ্যালকোহল জাতীয় পানীয় নিয়ে আসতে পারে এবং ভ্রমণাবস্থায় পান করতেপারে । এছাড়া, বিমানে পরিবেশনকৃত সকল খাবারের ক্ষেত্রে হালাল খাবার পরিবেশন করা হয় ।
ভ্রমণাবস্থায় বিনোদন
সাধারণভাবে ব্রুনাই এয়ারলাইন্সের যাত্রীদের আনন্দদায়ক ভ্রমণের উদ্দেশ্যে অডিও, ভিডিও, মিউজিক, গেমস ইত্যাদি বিনোদনের ব্যবস্থা রয়েছে ।
রেফারেন্স
- "Management"। Royal Brunei Airlines। ১১ ফেব্রুয়ারি ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১০।
- "OIL-FIRED AMBITION"। Flight International। সেপ্টেম্বর ১৯৯০। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৬।
- "Royal Brunei Air Destination"। cleartrip.com। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৬।
- "Vietnam Airlines – Details and Fleet History"। Planespotters.net। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৬।
- "Royal Brunei Airlines receives first of two used Fokker 100s"। Flight International। ডিসেম্বর ১৯৯৬। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৬।