রমনা বটমূলে গ্রেনেড বিস্ফোরণ

রমনা বটমূলে গ্রেনেড বিস্ফোরণ বাংলাদেশে সংঘটিত একটি চাঞ্চল্যকর ঘটনা। এই নৃশংস হত্যাকান্ডটিতে ১০ জন নিহত হওয়ার পাশাপাশি বহু মানুষ আহত হয়।[1]

স্থান ও সময়

২০০১ সালের ১৪ এপ্রিল তারিখে (বাংলা ১৪০৮ সনের পহেলা বৈশাখ) রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে এই বোমা হামলাটি সংগঠিত হয়।[1]

ঘটনার বিবরণ

২০০১ সালের ১৪ এপ্রিল তারিখ ছিলো বাংলা নববর্ষের প্রথম দিন; বাংলা ১৪০৮ সনের পহেলা বৈশাখ। প্রতি বছরের মতো সেবারও রমনার বটমূলে ছায়ানট কর্তৃক ঐতিহ্যবাহী বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।[2] এই অনুষ্ঠানে গানের অনুষ্ঠান চলাকালীন বিস্ফোরণ ঘটে।[1][2] এতে ঘটনা স্থলে ৯ জন সাংস্কৃতিক কর্মী ও দর্শক প্রাণ হারানোর পাশাপাশি আহত হন আরো অগণিত মানুষ; পরবর্তীতে আরো একজন মারা যান। ঘটনাস্থলে নিহতরা হলেনঃ[3]

  • চট্টগ্রামের আবুল কালাম আজাদ (৩৫),
  • বরগুনার মোঃ জসীম (২৩),
  • ঢাকার হাজারীবাগের এমরান (৩২),
  • পটুয়াখালীর অসীম চন্দ্র সরকার (২৫),
  • পটুয়াখালীর মোঃ মামুন,
  • ঢাকার দোহারের আফসার (৩৪),
  • নোয়াখালীর ইসমাইল হোসেন ওরফে স্বপন (২৭),
  • পটুয়াখালীর শিল্পী (২০) ও
  • অজ্ঞাত একজন।

মামলা ও তদন্ত

বিচার কার্য

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.