রওশন জাহান সাথী

রওশন জাহান সাথী বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা। যিনি নবম জাতীয় সংসদ সদস্যদের সংসদের সংরক্ষিত নারী আসন-২৬ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য।[1][2][3]

রওশন জাহান সাথী
নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৬
কাজের মেয়াদ
২৯ ডিসেম্বর ২০০৮  ৫ জানুয়ারি ২০১৪
ব্যক্তিগত বিবরণ
জন্ম৮ মে ১৯৫১
যশোর, পূর্ব পাকিস্তান
(বর্তমান বাংলাদেশ)
নাগরিকত্বপাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশি
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীকাজী আরেফ আহমেদ
পিতামাতামোশাররফ হোসেন
প্রাক্তন শিক্ষার্থীযশোর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়
যশোর মহিলা কলেজ
ঢাকা বিশ্ববিদ্যালয়
পেশারাজনীতিবিদ

জন্ম ও প্রাথমিক জীবন

রওশন জাহান সাথী ৮ মে ১৯৫১ সালে যশোর শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা মোশাররফ হোসেন। তিনি যশোর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় হতে এস.এস.সি, যশোর মহিলা কলেজ হতে এইচ.এস.সি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে স্নাতক ডিগ্রি ও এমএ প্রিলিমিনারী ডিগ্রি লাভ করেন।

রাজনৈতিক ও কর্মজীবন

রওশন জাহান সাথী ১৯৬৮ সালে যশোর ছাত্রলীগের সভাপতি ছিলেন। ঊনসত্তরের গণঅভ্যুত্থানে তিনি ভূমিকা পালন রাখেন। ২৭ মার্চ ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে তিনি মা, খালাসহ পাক বাহিনী কর্তৃক গৃহবন্দী হয়ে পালাতে সক্ষম হন। এরপর মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে ভূমিকা পালন করেন। ১৯৭৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের ছাত্রী সংসদের ভিপি নির্বাচিত হন। তিনি মহিলা শ্রমিক লীগের সভাপতি এবং জাতীয় শ্রমিক লীগের মহিলা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য নির্বাচিত হন।[4][5]

পারিবারিক জীবন

রওশন জাহান সাথী পিতা মোশাররফ হোসেন ১৯৭০ সালের পাকিস্তানের নির্বাচনে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার স্বামী ষাটের দশকের ছাত্রনেতা ও জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা কাজী আরেফ আহমেদ[5]

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.