যোগেশ্বর দত্ত

যোগেশ্বর দত্ত (হিন্দি: योगेश्वर दत्त), হলেন একজন ভারতীয় কুস্তিগির[1] তিনি ২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ৬০ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে একটি ব্রোঞ্জ পদক জয় করেছেন।[2]

যোগেশ্বর দত্ত
ব্যক্তিগত তথ্য
জাতীয়তাভারতীয়
জন্ম (1982-11-02) ২ নভেম্বর ১৯৮২
ভৈঁসওয়াল কালান, সোনিপত জেলা, হরিয়ানা.
বাসস্থানহরিয়ানা
ক্রীড়া
দেশভারত
ক্রীড়াকুস্তি
দলভারত
১২ই অগাস্ট, ২০১২তে হালনাগাদ

কেরিয়ার

যোগেশ্বর দত্ত হরিয়ানার সোনিপত জেলার বাঁসওয়ারা গ্রামের বাসিন্দা। তার বাবা-মা শিক্ষকতা করেন। আট বছর বয়স থেকে তিনি কুস্তি অভ্যাস করেছেন। তার অনুপ্রেরণা ছিলেন স্বগ্রামবাসী বলরাজ পেহলওয়ান। পরে তিনি কোচ রামফলের কাছে ট্রেনিং নেন।

২০০৩

যোগেশ্বর ২০০৩ কমনওয়েলথ কুস্তি চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক পেয়েছিলেন।[3]

২০০৪ গ্রীষ্মকালীন অলিম্পিক

২০০৪ এথেন্স গ্রীষ্মকালীন অলিম্পিকের পুরুষদের ফ্রিস্টাইল ৫৫ কেজি কুস্তিতে অংশ নিয়ে তিনি ১৮তম স্থান অধিকার করেন।

২০০৬ এশিয়ান গেমস

২০০৬ দোহা এশিয়ান গেমসে অংশ নেবার ন-দিন আগে যোগেশ্বরের পিতৃবিয়োগ হয়।[4] এই গেমসে হাঁটুতে চোট পেলেও ৬০ কেজি ক্যাটেগরিতে তিনি একটি ব্রোঞ্জ পদক জয় করতে সক্ষম হন।[5]

২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিক

এটি ছিল যোগেশ্বরের দ্বিতীয় অলিম্পিক। তিনি ৬০ কেজি ক্যাটেগরিতে অংশ নেন।[6] ২০০৮ জেজু সিটি এশিয়ান চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জয় করে তিনি এই অলিম্পিকে অংশ নেবার সুযোগ পান। ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে যোগেশ্বরকে প্রথম রাউন্ডেই বিদায় নিতে হয়েছিল। তিনি নবম স্থান পেয়েছিলেন।[7]

২০১০ কমনওয়েলথ গেমস

২০১০ দিল্লি কমনওয়েলথ গেমসে যোগেশ্বর ভারতের হয়ে স্বর্ণ পদক জয় করেন।[8]

২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিক

২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিকে যোগেশ্বর পুরুষদের ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন। তিনি উক্ত অলিম্পিকে পদকজয়ী পঞ্চম ভারতীয়।[9]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.