মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর বাংলাদেশের যশোর বিভাগের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রক কর্তৃপক্ষ হিসেবে কাজ করে।[4] এই শিক্ষা বোর্ড ১৯৬৫ সালে বাংলাদেশের যশোর জেলায় প্রতিষ্ঠিত হয়। যশোর সদর থানা এলাকায় এর বর্তমান দাপ্তরিক ভবন অবস্থিত।[5]
![]() মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর | |
গঠিত | অক্টোবর ১৯৬৫[1] |
---|---|
প্রতিষ্ঠাতা | বাংলাদেশ সরকার |
ধরণ | সরকারি প্রতিষ্ঠান (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড) |
সদরদপ্তর | যশোর, বাংলাদেশ |
অবস্থান |
|
যে অঞ্চলে কাজ করে | যশোর |
দাপ্তরিক ভাষা | বাংলা, ইংরেজি |
চেয়ারম্যান | মোহাম্মদ আমিরুল আলম খান[2] |
সচিব | মোহাম্মদ আব্দুল মজিদ[3] |
পরীক্ষা নিয়ন্ত্রক | মাধবচন্দ্র রুদ্র[3] |
প্রধান প্রতিষ্ঠান | বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় |
স্টাফ | ৩৩[3] |
ওয়েবসাইট | jessoreboard |
প্রাক্তন নাম | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, খুলনা (১৯৬৩) |
গঠন
বোর্ডের অর্ডিন্যান্স অনুসারে, এটি যশোর জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তদারকি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পাবলিক পরীক্ষাসমূহ পরিচালনা ও উন্নয়নের জন্যে ক্ষমতাপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান; যা পূর্ব পাকিস্তান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্ডিন্যান্স ১৯৬১ (East Pakistan Ordinance No. XXXIII of 1961, Section 3A(1)) এবং পরবর্তীতে ৩০-০৯-১৯৬৯ তারিখে ৭২৬-শি নং সরকারী আদেশে ১৯৬৩ সালের অক্টোবর মাসে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড স্থাপিত হয়।[5][6]
বিভাগ
ক্রম | বিভাগের নাম |
---|---|
১ | সংস্থাপন বিভাগ |
২ | পরীক্ষা বিভাগ |
৩ | মহাবিদ্যালয় বিভাগ |
৪ | বিদ্যালয় বিভাগ |
৫ | হিসাব বিভাগ |
৬ | পরিকল্পনা ও মূল্যায়ন |
তথ্যসূত্র
- "Jessore" (ইংরেজি ভাষায়)। educationboard.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-৩০।
- "Profile of Chairman, BISE, Jessore" (ইংরেজি ভাষায়)। jessoreboard.gov.bd। ২৭ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-৩০।
- "কর্মকর্তাদের তালিকা" (ইংরেজি ভাষায়)। jessoreboard.gov.bd। ২১ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-৩০।
- "BISE, Jessore" (ইংরেজি ভাষায়)। jessoreboard.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-৩০।
- "Ordinance" (ইংরেজি ভাষায়)। jessoreboard.gov.bd। ১৯ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-৩০।