ম্লেচ্ছ রাজবংশ
শালস্তম্ভ বংশ (ইংরেজি: Mlechchha dynasty) সপ্তম শতকের মধ্যভাগে শালস্তম্ভ নামক রাজা প্রতিষ্ঠা করেন।[1] তিনি তার রাজ্যের রাজধানী প্রাগজ্যোতিষপুর থেকে স্থানান্তর করে তেজপুরের নিকটবর্তী হারেপেশ্বর নামক স্থানে স্থাপন করেন।[1] এই বংশের রাজার ৬৫০ খ্রীষ্টাব্দ থেকে ৯০০ খ্রীষ্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। রত্নপালের তাম্রলিপিতে শালস্তম্ভকে ম্লেছরাজ বলা হয়েছে।।[1][2] কিন্তু এই বংশের রাজারা নিজেদের ভগদত্ত বংশের বলে পরিচয় দিতেন । এই বংশের পতনের পর পালবংশকামরূপ রাজ্যে রাজত্ব করেন।
কামরূপ রাজ্য | |||||
শালস্তম্ভ বংশ | |||||
| |||||
রাজধানী | হারুপেশ্বর (বর্তমান তেজপুরের নিকটবর্তী) | ||||
ধর্ম | হিন্দু ধর্ম | ||||
সরকার | Monarchy | ||||
মহারাজাধিরাজা | |||||
- | ৬৫০ – ৬৭০ খ্রীষ্টাব্দ | শালস্তম্ভ | |||
- | ৮১৫ – ৮৩২ খ্রীষ্টাব্দ | হজ্জরবর্মা | |||
- | ৮৯০ - ৯০০ খ্রীষ্টাব্দ | ত্যাগসিংহ | |||
ঐতিহাসিক যুগ | Classical India | ||||
- | সংস্থাপিত | ৬৫০ খ্রীষ্টাব্দ | |||
- | ভাঙ্গিয়া দেত্তয়া হয়েছে | ৯০০ খ্রীষ্টাব্দ | |||
সতর্কীকরণ: "মহাদেশের" জন্য উল্লিখিত মান সম্মত নয় |
কিছুসংখ্যক ইতিহাসবিদের মতে পাল বংশের প্রতিষ্ঠাতা ব্রহ্মপাল এদের বংশের লোকদের পূর্ব ও দক্ষিণ দিকে তাড়িয়ে দেয়। পরবর্তী সময়ে এরাই পূর্বে শদিয়ায় শুতীয়া রাজ্য ও দক্ষিণে কছাড়ি রাজ্য স্থাপন করেন[3]।
তথ্যসূত্র
- ভূপেন্দ্র নাথ চৌধুরী (১৯৯৫)। সোণর অসম। খগেন্দ্রনারায়ণ দত্তবরুৱা, লয়ার্ছ বুক স্টল। পৃষ্ঠা ১৯।
- Though mlechchha is a derogatory word, Harjaravarman, a king of this dynasty explains the term (though illegible) in the Hayunthal copper plates (Sharma 1978:91).
- (Bhattacharjee 1992, পৃ. 393)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.