ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়

ম্যানিটোবা বিশ্ববিদ্যালয় (ইংরেজি: University of Manitoba) হল কানাডার ম্যানিটোবায় অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এটি ১৮৭৭ সালে প্রতিষ্ঠিত। উইনিপেগে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি পশ্চিম কানাডার প্রথম বিশ্ববিদ্যালয়।[3][4] এটি শীর্ষ গবেষণা-ধর্মী মাধ্যমিক-উত্তর শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ধরে রেখেছে,[3] এবং এই অঞ্চলের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় প্রতি বছর অধিক গবেষণা করে থাকে। এটি মোট শিক্ষার্থী ভর্তি ও ক্যাম্পাসের আয়তনের ভিত্তিতে ম্যানিটোবা প্রদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয় এবং কানাডায় ১৭তম বৃহত্তম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির উচ্চ ভর্তি মানদণ্ড, পেশাদারী বিষয়ের আধিক্য ও বৈশ্বিক গ্রহণযোগ্যতার কারণে এটি পশ্চিম কানাডার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হয়ে ওঠেছে। এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আইন ও মেডিসিন অনুষদের পাশাপাশি শতাধিক ডিগ্রি প্রোগ্রাম রয়েছে।

ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়
ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের আর্মোরিয়াল বিয়ারিং
নীতিবাক্যFloreat
বাংলায় নীতিবাক্য
সমৃদ্ধি করা (উন্নতি সাধন করা)
ধরনসরকারি
স্থাপিত১৮৭৭ (1877)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
এইউসিসি, সিএআরএল, আইএইউ, সিভিইউ, ইউআর্কটিক, এসিইউ, ম্যানিটোবা ক্যাম্পাস
বৃত্তিদান$৫১১ মিলিয়ন[1]
সভাপতিড. ডেভিড বার্নার্ড
প্রশাসনিক কর্মকর্তা
২.৩৪৮
স্নাতক২৫,৪৬০
স্নাতকোত্তর৩,৮০০
অবস্থান
উইনিপেগ
, ,
কানাডা
শিক্ষাঙ্গননগর
রঙসমূহবাদামী ও সোনালি[2]
         
সংক্ষিপ্ত নামবাইসন
ক্রীড়ার অধিভুক্তি
ইউ স্পোর্টসসিডব্লিউইউএএ
ওয়েবসাইটwww.umanitoba.ca

২০১০ সাল পর্যন্ত, ম্যানিটোবা বিশ্ববিদ্যালয় থেকে ৯৬ জন রোডস বৃত্তি পেয়েছেন, যা পশ্চিম কানাডার যে কোন বিশ্ববিদ্যালয়ের থেকে বেশি।[5][6]

অবস্থান

ম্যানিটোবা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন।

ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের তিনটি প্রধান স্থান রয়েছে: ব্যানাটাইন ক্যাম্পাস, ফোর্ট গ্যারি ক্যাম্পাস ও উইলিয়াম নোরি ক্যাম্পাস।[7]

বিশ্ববিদ্যালয়টির ডাউনটাউন ব্যানাটাইম ক্যাম্পাসে দশটি ভবনের একটি কমপ্লেক্স রয়েছে, যা মধ্য উইনিপেগের হেলথ সাইয়েন্সেস সেন্টারের পূর্বে ও ম্যাকডারমোট অ্যাভ ও উইলিয়াম অ্যাভের মাঝে অবস্থিত। এই কমপ্লেক্সে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা ও দন্ত শাখা রয়েছে। দন্ত অনুষদ, চিকিৎসা অনুষদ, মেডিক্যাল রিহ্যাবিলিটেশন স্কুল ও ডেন্টাল হাইজিন স্কুল এই ক্যাম্পাসের প্রধান স্বাস্থ্য বিজ্ঞান শাখা। ফার্মেসি অনুষদ ২০০৮ সালের ১৬ই অক্টোবর ৯৫,০০০ ফু (৮,৮০০ মি) অ্যাপোটেক্স সেন্টার চালুর পর অনুস্থানিকভাবে ব্যানাটাইন ক্যাম্পাসে যোগ দেয়। ব্রডি সেন্টার "ফ্ল্যাগশিপ" নামেও পরিচিত, এটি তিনটি অনুষদ ও নিল জন ম্যাকলিন হেলথ সাইয়েন্স লাইব্রেরি ও জো ডোপ ফিটনেস সেন্টারের সাথে যোগসূত্র স্থাপন করে। এটি ৭২৭ ম্যাকডারমোট অ্যাভিনিউয়ে অবস্থিত।[7]

তথ্যসূত্র

  1. Annual Financial Report 2015, University of Manitoba
  2. "University of Manitoba Visual Identity Guidelines" (PDF)। ২২ এপ্রিল ২০১৬। ১৪ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৮
  3. University of Manitoba Public Affairs (২০০৫)। "ONE University. MANY futures"। সংগ্রহের তারিখ ২০০৮-০৩-২১
  4. University of Manitoba Public Affairs (২০০৫)। "Our Story"। সংগ্রহের তারিখ ২০০৮-০৩-২১
  5. Chalmers-Brooks, Katie: "The path to Rhodes", On Manitoba, Volume 68, Number 4, April 2009, page 30. The Alumni Association Inc of the University of Manitoba
  6. University Of Manitoba Public Affairs (n.d.)। "Ten Great Things to Know about the U of M"। সংগ্রহের তারিখ ২০০৯-০৫-২৯
  7. University of Manitoba। "The University: Quick Facts"। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.