ম্যাকডনেল ডগলাস ডিসি-১০

ম্যাকডনেল ডগলাস ডিসি-১০ হল ম্যাকডনেল ডগলাস কোম্পানি নির্মিত তিন ইঞ্জিন বিশিষ্ট জেট বিমান। এই বিমান মধ্য এবং লম্বা দূরত্বে সর্বোচ্চ ৩৮০ জন যাত্রী পরিবহন করতে সক্ষম। এই বিমানের অনন্য বৈশিষ্ট হল দুটি ইঞ্জিন দুই ডানায় এবং অপর ইঞ্জিনটি এর লেজে সন্নিবিষ্ট। ডিসি-১০ বিমানটি মূলত এর পূর্বসূরী ডিসি-৮ থেকে উন্নয়ন ঘটানো হয়েছে এবং লকহিড মার্টিন এল-১০১১ ট্রাইস্টারের সাথে একই বাজারে প্রতিযোগিতার উদ্দেশে এর উদ্ভব ঘটানো হয়েছে যা ডিসি-১০ এর মত একই ধরনের নকশায় তৈরী।

ডিসি-১০
১৯৮০ সালে আফগানিস্তানের আরিয়ান এয়ারলাইন্সের একটি ডিসি-১০ বিমান লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরন করছে
ভূমিকা সুপরিসর জেট বিমান
উৎস দেশ যুক্তরাষ্ট্র
নির্মাতা ম্যাকডনেল ডগলাস
প্রথম উড্ডয়ণ ২৯ আগষ্ট ১৯৭০
প্রবর্তন ৫ আগষ্ট ১৯৭১
অবস্থা মূলত মালবাহী বিমান হিসেবে পরিসেবায় নিয়োজিত
মুখ্য ব্যবহারকারী ফিডএক্স এক্সপ্রেস
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
নির্মিত হচ্ছে ১৯৬৮–১৯৮৮
নির্মিত সংখ্যা ডিসি-১০: ৩৮৬[1]
কেসি-১০: 60[1]
রুপভেদ McDonnell Douglas KC-10 Extender
উন্নতির ধারাবাহিকতা McDonnell Douglas MD-11

৩৮৬ টি বিমান ক্রেতাদের কাছে সরবরাহ করার পর ১৯৮৯ সালে এর উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এই ৩৮৬ টি সরবরাহকৃত বিমানের মধ্যে ষাটটি বিমান আকাশে জ্বালানী সরবরাহের কাজে বিশেষ ভাবে নকশা করে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্সের কাছে সরবরাহ করা হয়। ডিসি-১০ বিমান ফিডএক্স এক্সপ্রেস তাদের বিমান বহরে সর্বোচ্চ সংখ্যায় ব্যবহার করে আসছ।

তথ্যসূত্র

  1. "DC-10 Family." ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ ডিসেম্বর ২০১০ তারিখে Boeing Commercial Airplanes. Retrieved: January 4, 2011.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.