মোহাম্মদ সেলিম (রাজনীতিবিদ)

ড. মোহাম্মদ সেলিম (১৯৪০-২০১৫) বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিবিদ এবং সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ। তিনি ১৯৯৬ সালের উপ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।[1][2]

ড. মোহাম্মদ সেলিম
সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৯৬  ২০০১
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৪০
সিরাজগঞ্জ
মৃত্যু২২ জানুয়ারি ২০১৫
লন্ডন
নাগরিকত্বব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
সম্পর্কমোহাম্মদ নাসিম (ভাই)
তানভীর শাকিল জয় (ভাতিজা)
পিতামাতাক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলী
আমেনা মনসুর

জন্ম ও প্রাথমিক জীবন

মোহাম্মদ সেলিম ১৯৪০ সালে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী [3] এবং মাতা আমেনা মনসুর।

রাজনৈতিক ও কর্মজীবন

মোহাম্মদ সেলিম বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন ছাড়াও বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ সালের উপ-নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ২০০১ সালের নির্বাচনে সিরাজগঞ্জ-১সিরাজগঞ্জ-২ আসনে নির্বাচন করে মোহাম্মদ নাসিমের কাছে পরাজিত হন।[1]

পারিবারিক জীবন

মোহাম্মদ সেলিম পারিবারিক জীবনে তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের জনক এবং আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের বড় ভাই।[4]

মৃত্যু

মোহাম্মদ সেলিম ২২ জানুয়ারি ২০১৫ সালে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[5]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "ড. মোহাম্মদ সেলিম আর নেই"সমকাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩
  2. BanglaNews24.com। "সাবেক এমপি মোহাম্মদ সেলিম আর নেই"banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩
  3. "বাবার শেষ নিঃশ্বাসের উত্তাপ এখনও পাই: মোহাম্মদ নাসিম"। টুকে মিডিয়া লিমিটেড। বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৬
  4. "Ex-MP Mohammad Selim passes away"Bangla News 24। ২২ জানুয়ারি ২০১৫।
  5. "কাজীপুরে সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ সেলিমের নামাযে জানাযা অনুষ্ঠিত"The Daily Sangram। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.