মোহাম্মদ রশিদ মাজাহেরী

মোহাম্মদ রশিদ মাজাহেরী (জন্ম: ১৮ মে ১৯৮৯)[1] হলেন একজন ইরানি পেশাদার ফুটবলার, যিনি ফার্সি গালফ প্রো লীগের ইরানী ক্লাব জোব আহান এবং ইরান জাতীয় দলের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।

মোহাম্মদ রশিদ মাজাহেরী
২০১৭ সালে মাজাহেরী
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মোহাম্মদ রশিদ-মাজাহেরী
জন্ম (1989-05-18) ১৮ মে ১৯৮৯
জন্ম স্থান গাচসারান, ইরান
উচ্চতা ফুট ৩.৩৩ ইঞ্চি (১.৯১ মিটার)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব জোব আহান
জার্সি নম্বর ১২
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
২০০২–২০০৯ ফজর সেপাসি
২০০৯–২০১০ এস্তেঘলাল আহভাজ
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১০–২০১১ এস্তেঘলাল আহভাজ ১২ (০)
২০১১–২০১৪ ফুলাদ (০)
২০১৪– জোব আহান ১০৬ (০)
জাতীয় দল
২০১০ ইরান অনূর্ধ্ব-২০ (০)
২০১০–২০১১ ইরান অনূর্ধ্ব-২৩ (০)
২০১৬– ইরান (০)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ২৩ নভেম্বর ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২৩ নভেম্বর ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক।

ফক্স স্পোর্টস এশিয়া তাকে ২০১৮ এএফসি চ্যাম্পিয়ন্স লীগের ১৬ দলের পর্বের শীর্ষ ৫ খেলোয়াড়ের মধ্যে একজন হিসেবে উল্লেখ করে।[2]

ক্যারিয়ার পরিসংখ্যান

২৮ মে ২০১৫ পর্যন্ত হালনাগাদকৃত।
ক্লাব লীগ কাপ মহাদেশীয় মোট
মৌসুমক্লাবলীগ উপস্থিতিগোল উপস্থিতিগোল উপস্থিতিগোল উপস্থিতিগোল
ইরান লীগ হাজফি কাপ এশিয়া মোট
২০১০–১১এস্তেঘলাল আহভাজআজাদেগান লীগ ১২--১২
২০১১–১২ ফুলাদফার্সি গালফ প্রো লীগ --
২০১২–১৩ --
২০১৩–১৪
জোব আহান--
২০১৪–১৫ ১৯--২৪
২০১৫–১৬ ২৭৩৯
২০১৬–১৭ ২৮৩৬
২০১৭–১৮ ৩০ ৪০
সর্বমোট ১২১১৪২২১৫৭

সম্মাননা

ক্লাব

জোব আহান
  • হাজফি কাপ (২): ২০১৪–১৫, ২০১৫–১৬
  • ইরানী সুপার কাপ (১): ২০১৬

তথ্যসূত্র

  1. https://int.soccerway.com/players/mohammad-rashid-mazaheri/165195/
  2. "AFC Champions League Round of 16: The Top 5"। ফক্স স্পোর্টস এশিয়া। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৮

টেমপ্লেট:Zob Ahan F.C. Squad

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.