মোরগ লড়াই (গ্রামীণ খেলা)
মোরগ লড়াই বাংলাদেশ ও ভারতবর্ষের পশ্চিমবঙ্গে বিভিন্ন বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় এই খেলা আয়োজন করা হয়ে থাকে।[1] এটি সাধারনত ছেলেদের খেলা।[2] গ্রামাঞ্চলের ছেলেদের কাছে এটি অতন্ত্য জনপ্রিয় একটি খেলা।

মোরগ লড়াই খেলার একটি মূহুর্ত
নিয়মকানুন
মোরগ লড়াই খেলায় একদল ছেলে গোল হয়ে একপায়ে দাড়িয়ে থাকে। দুই হাত দিয়ে অপর পা পিছনে ভাজ করে রাখতে হয়। রেফারি যখন বাশিঁতে ফুঁ দেন তখনই খেলোয়াড়রা একে অপরকে ভাজ করা পা দিয়ে মারতে থাকে। কেউ পরে গেলে সে বাতিল বলে গণ্য হয়। এভাবে শেষ পর্যন্ত তিনজন থাকে। তাদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্ধারন করা হয়।
তথ্যসূত্র
- আলীমুজ্জামান (০৮ অক্টোবর ২০১১)। "বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে ফরিদপুর শহরের কমলাপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের মোরগ লড়াই প্রতিযোগিতা"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ 2013-05-22। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - "বারুয়াখালী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠিত"। নিউজ৩৯। 01/27/2012। ২০১৩-১২-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 2013-05-22। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.