মোটরগাড়ি শিল্প

মোটরগাড়ি শিল্প মোটরগাড়ি তৈরী, নকশা করণ, উন্নয়ন এবং বাজারজাতকরণ সংক্রান্ত কাজে নিয়োজিত শিল্প কারখানাকে বুঝায়। ২০০৬ সালে সমগ্র বিশ্বে ৬৯ মিলিয়নেরও বেশি মোটরগাড়ি এবং বাণিজ্যিক যানবাহন উৎপাদিত হয়েছে।[1] এই সালে মার্কিন যুক্তরাষ্ট্রে মোট ১৬ মিলিয়ন নতুন মোটরগাড়ি বিক্রি হয়েছে, ইউরোপে হয়েছে ১৫ মিলিয়ন, চীনে ৭ মিলিয়ন এবং ভারতে ১ মিলিয়ন।[2]

বিশ্বে মোটরগাড়ি উৎপাদন

২০০৬ সালে আয়তন অনুযায়ী বিশ্বের শীর্ষ ১৫ মোটরগাড়ি প্রস্তুতকারক কোম্পানি
মোট মোটরগাড়ি উৎপাদন (১০০০ ইউনিট)
গ্রুপ ১০০০ ২০০০ ৩০০০ ৪০০০ ৫০০০ ৬০০০ ৭০০০ ৮০০০ ৯০০০ ১০০০০
জেনারেল মোটর্‌স     ৮৯২৬
টয়োটা         ৮০৩৬
ফোর্ড       ৬২৬৮
ভক্সওয়াগন গ্রুপ     ৫৬৮৫
হোন্ডা     ৩৬৭০
পিএসএ     ৩৩৫৭
নিশান       ৩২২৩
ক্রাইসলার     ২৫৪৫
রেনোঁ     ২৪৯২
হুন্দাই       ২৪৬৩
ফিয়াট       ২৩১৮
সুজুকি     ২২৯৭
ডাইমলার         ২০৪৫
মাজদা     ১৩৯৬
কিয়া     ১৩৮২
নির্দেশনা কার হালকা বাণিজ্যিক যান ভারী বিণিজ্যিক যান ভারী বাস
মোট আঞ্চলিক উৎপাদন: ৬৮৩৪০
Reference: "প্রস্তুতকারক অনুযায়ী বিশ্ব মোটরগাড়ি উৎপাদন: আন্তর্জাতিক রাংকিং ২০০৬" (PDF)ওআইসিএ। জুলাই ২০০৭।
                                                                                                                       

তথ্যসূত্র

  1. "World Motor Vehicle Production by Country: 2005 - 2006" (PDF)OICA। ৭ আগস্ট ২০০৭ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০০৭
  2. "China car sale"

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.