শহিদুল ইসলাম মাস্টার

শহিদুল ইসলাম মাস্টার ছিলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং ঝিনাইদহ-৩ থেকে নির্বাচিত সাবেক সাংসদ।

শহিদুল ইসলাম মাস্টার
সংসদ সদস্য
ব্যক্তিগত বিবরণ
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল

প্রাথমিক জীবন

শহিদুল ইসলাম মাস্টার ১৯৫০ সালে ভালাইপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম রাহাতুল্লাহ সরদার এবং মায়ের নাম আলফাতুনেচ্ছা বেগম। তিনি মহেশপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও যশোর এমএম কলেজ থেকে এইচএসসি ও বিএ এবং ঢাকা মোহাম্মদপুর কারিগরী কলেজ থেকে বিপিএড পরীক্ষায় উর্ত্তীর্ণ হন। তিনি ১৯৭৪ সালের ১ নভেম্বর মহেশপুর উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করেন।[1]

কর্মজীবন

শহিদুল আলম ১৯৯১, ১৯৯৬, ১৯৯৬, এবং ২০০১ সালের নির্বাচনে ঝিনাইদহ-৩ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ছিলেন।[2] ২০০৮ সালে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা তার মনোনয়ন তার পাওয়ার বিরুদ্ধে প্রচার চালায় এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন। তার বিরুদ্ধে আদালতে ৫ টি চাঁদাবাজির মামলা এবং ত্রাণ সামগ্রীর দুটি অপব্যবহারের মামলা দায়ের করা হয়েছিলো।[3]

মৃত্যু

২১ এপ্রিল ২০১৬ তারিখে তিনি মৃত্যুবরণ করেন।[4] তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত রোগে ভুগছিলেন। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তথ্যসূত্র

  1. "ঝিনাইদহের সাবেক এমপি শহিদুল ইসলাম মাস্টার আর নেই | banglatribune.com"বাংলা ট্রিবিউন। ২১ এপ্রিল ২০১৬।
  2. "ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি শহিদুল ইসলাম মাস্টারের ইন্তেকাল"কালের কণ্ঠ। ২১ এপ্রিল ২০১৬।
  3. "Party men demand trial of ex-BNP MP in Jhenidah"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০০৮-০২-০৯। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৫
  4. "সাবেক সাংসদ শহিদুল ইসলাম মারা গেছেন"m.bdnews24.com। ২১ এপ্রিল ২০১৬।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.