মোঃ আলাউদ্দিন

মোঃ আলাউদ্দিন একজন বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিবিদ এবং রাজশাহী -৫ এর সাবেক সংসদ সদস্য। রাজশাহী-৫ আসনটি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলাদুর্গাপুর উপজেলা নিয়ে গঠিত।

মো. আলাউদ্দিন
রাজশাহী-৫ থেকে নির্বাচিত জাতীয় সংসদ- এর প্রাক্তন সদস্য
কাজের মেয়াদ
১৯৯৬  ২০০১
ব্যক্তিগত বিবরণ
জন্মরাজশাহী, বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ পূর্বে- বাংলাদেশ জাতীয়তাবাদী দল

জন্ম ও প্রাথমিক জীবন

আলাউদ্দিন বাংলাদেশের রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন।

কর্মজীবন

আলাউদ্দিন ১৯৯৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে রাজশাহী -৫ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

পরবর্তীকালে তিনি একটি আওয়ামী লীগে যোগদান করায় বাংলাদেশ জাতীয় সংসদের বিধি অনুযায়ী সংসদ সদস্যপদ হারিয়েছিলেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে উপ-নির্বাচনে রাজশাহী -৫ থেকে পুনরায় নির্বাচিত হন। [1][2]

আলাউদ্দিন ওই সংসদে প্রতিমন্ত্রী হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার মন্ত্রিসভায় যোগদান করেছিলেন।

তথ্যসূত্র

  1. Chowdhury, Mahfuzul H. (২০০৩)। Democratization in South Asia: Lessons from American Institutions। Ashgate। পৃষ্ঠা 89–90, 104। আইএসবিএন 0-7546-3423-X।
  2. Chowdhury, Rashed (২৩ জুন ২০০১)। "Hasina's cabinet sets a record"gulfnews.com (ইংরেজি ভাষায়)। Gulf News। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.