মুহাম্মাদ শফী উসমানী

মুফতী মুহাম্মাদ শফী (উর্দূ: مفتى محمد شفيع) (২১ শা'বান ১৩১৪ হিজরী - ১০ শাওয়াল ১৩৯৬ হিজরী / ২৫ জানুয়ারি ১৮৯৭ - ৬ অক্টোবর ১৯৭৬ খ্রিষ্টাব্দ) ছিলেন একজন প্রখ্যাত আলেমে দ্বীন ও মনীষী । তিনি দারুল উলূম দেওবন্দ এবং দেশ বিভাগের পর পাকিস্তানের মুফতীয়ে আযম বা প্রধান মুফতী (গ্রান্ড মুফতী) ছিলেন।

মুফতীয়ে আজম
মুহাম্মাদ শফী উসমানী
জন্মমুহাম্মাদ শফী / مفتي شفيع
জানুয়ারি ২৫, ১৮৯৭ খ্রিস্টাব্দ, শা'বান ২১, ১৩১৪ হিজরী
দেওবন্দ, ব্রিটিশ ভারত (বর্তমানে ভারতের উত্তর প্রদেশের অন্তর্গত সাহারানপুর জেলা)
মৃত্যু১০ জুন ১৯৭৬(1976-06-10) (বয়স ৭৯), শাওয়াল ১০, ১৩৯৬ হিজরী
করাচি, পাকিস্তান[1]
জাতীয়তাপাকিস্তানী
জাতিভুক্তএশীয়
যুগঊনবিংশ-বিংশ শতাব্দী
পেশামুফতী
সম্প্রদায়সুন্নী
মাজহাবহানাফি
শাখাদেওবন্দি
মূল আগ্রহফিকহ, তাফসীর
লক্ষণীয় কাজমাআরিফুল কুরআন, দারুল উলূম করাচি প্রতিষ্ঠা
শিক্ষায়তনদারুল উলূম দেওবন্দ

জীবনী

মুফতী মুহাম্মাদ শফী ১৩১৪ হিজরী সনের শা'বান মাসের ২১ তারিখে (২৫ জানুয়ারি ১৮৯৭ খ্রিষ্টাব্দ) জন্মগ্রহণ করেন । তার নাম "মুহাম্মাদ শফী" হযরত রশীদ আহমাদ গাঙ্গুহী কর্তৃক প্রস্তাবিত। ১৩২৫ হিজরীতে (১৯০৭/১৯০৮ খ্রিষ্টাব্দে) তিনি দারুল উলূম দেওবন্দে ভর্তি হন । তিনি ১৩৩৬ হিজরীতে (১৯১৮ খ্রিষ্টাব্দ) দারুল উলূম দেওবন্দ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন, তখন তার বয়স ২১ বছর ছিল। এরপর ১৩৩৭ হিজরীতে (১৯১৮/১৯১৯ খ্রিষ্টাব্দ) তিনি দারুল উলূম দেওবন্দের প্রাথমিক শ্রেণীর শিক্ষক হিসেবে নিযুক্ত হন। তিনি খুবই তাড়াতাড়ি উচ্চতর শ্রেণীর শিক্ষক হিসেবে নিযুক্ত হন। তিনি ১৩৫০ হিজরী সনে (১৯৩২ খ্রিষ্টাব্দ) দারুল উলূম দেওবন্দের মুফতীয়ে আযম তথা প্রধান মুফতী (গ্রেন্ড মুফতী) নিযুক্ত হন। দেশ বিভাগের পর তিনি তার পিতৃভূমি দেওবন্দ ছেড়ে পাকিস্তান চলে আসেন। তিনি ১৩৭০ হিজরীতে (১৯৫১ খ্রিষ্টাব্দ) পাকিস্তানে দারুল উলূম করাচী প্রতিষ্ঠা করেন। তিনি ছোট বড় মিলিয়ে প্রায় দেড়শত এর মত বই (কিতাব) লেখেছেন। তার বিশ্বখ্যাত তাফসীর গ্রন্থ "মা'আরিফুল কুরআন" যা বহু ভাষায় অনুবাদ হয়েছে যা তিনি সমাপ্ত করেন (ঊর্দূতে) তার ইন্তেকালের চার বছর আগে। এই আলেমে দ্বীন ও মনীষী ১৩৯৬ হিজরী সনের শাওয়াল মাসের ১০ তারিখে ইন্তেকাল করেন।[1][2]

তথ্যসূত্র

  1. উসমানী, মুহাম্মাদ তাকী (ডিসেম্বর ৪,২০১১)। "Shaykh Mufti Muhammad Shafi: The Grand Mufti of Pakistan"। সংগ্রহের তারিখ 1 December 2013 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. আশরাফ খাতাক, মুহাম্মাদ শাহাব (২০১৩)। "Mufti Muhammad Shafi and Tafsir Maariful Qur'an: An Introduction & Review" (PDF)Gomal University Journal of Research: ১২৯–১৩৪। অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)

আরো দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.