মুহাম্মদ আজম শাহ
মুহাম্মদ আজম শাহ (১৬৫৩ - ১৭০৭) স্বল্প সময়ের জন্য মুঘল সম্রাট ছিলেন। সম্ভবত তার রাজত্যকাল ছিল ফেব্রুয়ারি ১৭০৭ থেকে জুন ১৭০৭ এর মধ্যে। তিনি মুঘল সম্রাট আওরঙ্গজেবের স্ত্রীর দিলরাস বানু বেগমের ঘরের পুত্র ছিলেন। সে সূত্রে তিনি ছিলেন সুলতান মুহাম্মদ আকবরের আপন ভাই। তার ভাইয়ের মত আজম শাহও দারাহ শিকোহের এক কন্যাকে বিয়ে করেন(১৬৬৮)। আযম শাহ লালবাগের কেল্লা এর নির্মান কাজ শুরু করেন।
আজম শাহ | |||||
---|---|---|---|---|---|
![]() আজম শাহের প্রতিকৃতি ১৬৭০ খ্রিস্টাব্দ | |||||
মুঘল সম্রাট | |||||
রাজত্ব | ১৪ মার্চ ১৭০৭ - ৮ জুন ১৭০৭ | ||||
পূর্বসূরি | আওরঙ্গজেব | ||||
উত্তরসূরি | বাহাদুর শাহ | ||||
জন্ম | বুরহানপুর, ভারত | ২৮ জুন ১৬৫৩||||
মৃত্যু | ৮ জুন ১৭০৭ ৫৩) Jajau, near Agra, India | (বয়স||||
সমাধি | Humayun's Tomb, Delhi[1] | ||||
Consort | জাহানজেব বানু বেগম | ||||
Wives | রাহমাত বানু বেগম শাহার বানু বেগম | ||||
বংশধর | বিদার বাখত জাওয়ান বাখত সিকান্দার শান ওয়ালাহ জাহ Zih Jah ওয়ালা শান আলী তাবার গিট্টি আরা বেগম ইফফাত আরা বেগম নাডিব উন নিসা বেগম | ||||
| |||||
রাজবংশ | তৈমুরীয় | ||||
পিতা | আওরঙ্গজেব | ||||
মাতা | দিলরাশ বানু বেগম | ||||
ধর্ম | সুন্নি ইসলাম |
আজম শাহের পরিচয়
কুতুব উদ্দীপনা মুহাম্মদ আজম (২৮ জুন ১5৫৩ - ৮ জুন ১7০ commonly) সাধারণত আযম শাহ নামে পরিচিত (পার্সিয়ান: কিং আজম) ছিলেন একজন খ্যাতিমান মোগল সম্রাট, যিনি ১৪ মার্চ ১7০7 থেকে ৮ জুন 1707 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। তিনি ছিলেন জ্যেষ্ঠ পুত্র ষষ্ঠ মুঘল সম্রাট আওরঙ্গজেব এবং তার প্রধান উপদেষ্টা দিলরাস বানু বেগম।
আজম 16 আগস্ট 1681 সালে তাঁর পিতার উত্তরাধিকারী (শাহী আলী জাহ) হিসাবে নিযুক্ত হন এবং আওরঙ্গজেবের মৃত্যুর আগ পর্যন্ত এই পদটি বজায় রেখেছিলেন। [৩] তাঁর দীর্ঘ সামরিক কেরিয়ারের সময় তিনি মালার, বাংলার বেরার সুবাহের ভাইসরয় হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। গুজরাট এবং ডেকান। ১ Azam০7 খ্রিস্টাব্দে পিতার মৃত্যুর পরে আযম আহমেদনগরে মুঘল সিংহাসনে আরোহণ করেছিলেন। তবে, তিনি এবং তাঁর তিন পুত্র, সুলতান বিদার বখত, শাহজাদা জওয়ান বখত বাহাদুর এবং শাহজাদা সিকান্দার শান বাহাদুর পরে আযম শাহের বড় আধার্ধের কাছে পরাজিত হয়ে হত্যা করেছিলেন। -বন্ধু, যুবরাজ শাহ আলম (পরবর্তীতে বাহাদুর শাহ প্রথম রূপে মুকুট লাগিয়েছিলেন), ৮ ই জুন 1707-এ জাজাউয়ের যুদ্ধের সময়।
টেমপ্লেট:সম্পাদনা চলমান
তথ্যসূত্র
- Irvine, পৃ. 34।