মুনি (তামিল চলচ্চিত্র)

মুনি ২০০৭ সালে মুক্তি পাওয়া তামিল ভাষায় নির্মিত একটি ভৌতিক ও কমেডি ধাঁচের চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অভিনেতা রাঘব লরেন্স। ভৌতিক এ ছবিটি ভারত ও ভারতের বাইরে ১৫ কোটি রূপি আয় করে। ২০০৭ সালের ৯ মার্চ তামিল ও একই সাথে অনুদিত তেলেগু ভাষায় ছবিটি মুক্তি পায়। পরবর্তীতে এ ছবির আরো দু'টি ধারাবাহিক তৈরি হয়। মুনি ২: কানচানা (কানচানা নামে পরিচিত) ২০১১ সালের ১৫ জুলাই এবং মুনি ৩: গঙ্গা (কানাচানা ২ নামে পরিচিত) ২০১৫ সালের ১৬ এপ্রিল মুক্তি পায়।[1][2]

মুনি
পূর্ণদৈর্ঘ্য তামিল ছায়াছবি মুনি'র পোস্টার
পরিচালকরাঘব লরেন্স
প্রযোজকসরন
রচয়িতারমেশ খান্না
(Dialogues)
চিত্রনাট্যকাররাঘব লরেন্স
কাহিনীকাররাঘব লরেন্স
শ্রেষ্ঠাংশেরাঘব লরেন্স
Vedhicka
রাজকিরণ
ভিনু চক্রবর্তী
Kovai Sarala
Kadhal Dhandapani
রাহুল দেব
সুরকারOriginal songs:
Bharathwaj
Background Score:
এস. পি. ভেঙ্কটেশ
চিত্রগ্রাহকK. V. Guhan
সম্পাদকSuresh Urs
প্রযোজনা
কোম্পানি
যামিনী প্রোডাকশন
পরিবেশকযামিনী প্রোডাকশন
মুক্তি৯ মার্চ, ২০০৭
দৈর্ঘ্য২ ঘন্টা ২৯ মিনিট ৩৯ সেকেন্ড
দেশভারত
ভাষাতামিল
নির্মাণব্যয়20 মিলিয়ন (US$২,৭৮,২৯২)
আয়১৫০ মিলিয়ন (US$২.০৯ মিলিয়ন)[1][2]

অভিনয়ে

  • রাঘব লরেন্স (গণেশ চরিত্রে অভিনয় করেন)
  • রাজকিরণ (মুনি'র চরিত্রে অভিনয় করেন)
  • বেদিকা (প্রিয়া গণেশের চরিত্রে অভিনয় করেন)
  • ভিনু চক্রবর্তী (গণেশের বাবার চরিত্রে অভিনয় করেন)
  • Kovai Sarala (গণেশের মায়ের ভূমিকায় অভিনয় করেন)
  • রাহুল দেব (মাস্তান ভাই; একজন খুনির ভূমিকায় অভিনয় করেন)
  • Delhi Ganesh (প্রিয়া গণেশের বাবার চরিত্রে অভিনয় করেন)
  • মীরা কৃষ্ণ (প্রিয়া গণেশের মায়ের চরিত্রে অভিনয় করেন)[1][2][3]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.