মুছাপুর হাজি আব্দুল বাতেন উচ্চ বিদ্যালয়
সন্দ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম হাজী আবদুল বাতেন সাহেব ১৯৬৭ সালে নিজ নামে উক্ত বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি এম.পি.ও ভূক্ত। ১৯৬৯ ইং থেকে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগে এস.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণ করে ভাল ফলাফল করে আসতেছে। বর্তমানে এস.এস.সি ও জে.এস.সি পরীক্ষায় ফলাফল অত্যন্ত সন্তোষজনক।
মুছাপুর হাজী আব্দুল বাতেন উচ্চ বিদ্যালয় | |
---|---|
অবস্থান | |
মুছাপুর চট্টগ্রাম বাংলাদেশ | |
তথ্য | |
বিদ্যালয়ের ধরন | এম.পিও ভুক্ত বিদ্যালয় মাধ্যমিক |
স্থাপিত | ১৯৬৯ |
প্রতিষ্ঠাতা | হাজি আব্দুল বাতেন |
অবস্থা | সক্রিয় |
বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম |
বিদ্যালয় জেলা | চট্টগ্রাম বিভাগ |
সেশন | জানুয়ারি - ডিসেম্বর |
অনুষদ |
|
লিঙ্গ | বালক,বালিকা |
শ্রেণী | ৬-১০ |
শিক্ষাদানের মাধ্যম | জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড |
ভাষার মাধ্যম | বাংলা-মাধ্যম শিক্ষা |
ভাষা | বাংলা |
আয়তন | ১.৬১ একর |
ক্যাম্পাসের ধরন | অনাবাসিক |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.