মিরপুর-৭

মিরপুর-৭, বাংলাদেশের রাজধানী ঢাকার একটি আবাসিক এলাকা। যদিও অন্যান্য 'আবাসিক' এলাকার মত মিরপুর-৭-এও প্রচুর অনাবাসিক ভবন আছে (যেমন স্কুল, হাসপাতাল, এনজিও ইত্যাদি)। মিরপুর-৭-কে ঢাকার একটি অভিজাত এলাকা হিসেবে গণ্য করা হয়। মিরপুর-৭-এর লেক‌ (হ্রদ) বিকালে সময় কাটানোর জন্য বেশ জনপ্রিয়।

১৯৯০-এর দশকে ভূমি অধিগ্রহণের মাধ্যমে সরকারি উদ্যোগে মিরপুর-৭ আবাসিক এলাকাটি গড়ে তোলা হয়।

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.