মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন
মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বাচ্চু [1](১ জানুয়ারি ১৯৬০ - ১৭ ডিসেম্বর ২০১৯) বাংলাদেশ সেনাবাহিনীর (বিএ-১৯৬৭) মেজর জেনারেল পদস্থ কর্মকর্তা ছিলেন।[2] তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বাচ্চু | |
---|---|
![]() | |
জন্ম | ১ জানুয়ারি ১৯৬০ |
মৃত্যু | ১৭ ডিসেম্বর ২০১৯ ৫৯) | (বয়স
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশ |
পেশা | সেনা কর্মকর্তা |
কার্যকাল | ২০১৯ |
নিয়োগকারী | মেজর জেনারেল |
প্রতিষ্ঠান | বাংলাদেশ সেনাবাহিনী |
পরিচিতির কারণ | প্রধানমন্ত্রীর সামরিক সচিব |
আদি নিবাস | চট্টগ্রাম |
উপাধি | প্রধানমন্ত্রীর সামরিক সচিব |
স্থিতিকাল | ২৮ নভেম্বর ২০১১ - ১৭ ডিসেম্বর ২০১৯ |
পুরস্কার | বীর বিক্রম |
জন্ম ও কর্মজীবন
জয়নুল আবেদীন বাংলাদেশের চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলায় ১ জানুয়ারি ১৯৬০ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮০ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন।[3] ১৯৯৫-৯৬ সালে পার্বত্য চট্টগ্রামের দায়িত্বও পালন করেন। তিনি সেখানে সমস্যার শান্তিপূর্ণ সমাধানে ভূমিকা রাখেন। এসব বীরত্বপূর্ণ সাহসিকতার জন্যে তিনি ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত হন। ২৮ নভেম্বর ২০১১ সালে তাকে বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। [4][5]
মৃত্যু
২০১৯ সালের ১৭ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। [6][7][8]
তথ্যসূত্র
- "লোহাগাড়ায় গোলামবারী স্কুলের ৮০ বছর পূর্তি"। Jugantor। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৭।
- "প্রধানমন্ত্রীর কার্যালয় কর্মকর্তাবৃন্দ"। প্রধামন্ত্রীর দাফতরিক ওয়েবসাইট।
- admin। "লোহাগাড়ার কৃতিসন্তান প্রধানমন্ত্রীর সামরিক সচিবের চাকরি এক বছর বাড়ল" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৭।
- "প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদীনের মৃত্যু"। bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৭।
- "মেজর জেনারেল জয়নুল আবেদিনের জানাজা বৃহস্পতিবার"। ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (English ভাষায়)। ২০১৯-১২-১৮। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৮।
- "প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদীন আর নেই"। Jugantor। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৭।
- "প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদীন আর নেই"। আমাদের সময়। ২০১৯-১২-১৭। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৮।
- "প্রধানমন্ত্রীর সামরিক সচিবের ইন্তেকাল"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৭।