মাহমুদুল হক রুবেল

মাহমুদুল হক রুবেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর রাজনীতিবিদ এবং শেরপুর-৩ এর সাবেক সংসদ সদস্য [1]

মাহমুদুল হক রুবেল
শেরপুর-৩ আসনের সাবেক মাননীয় সংসদ সদস্য
কাজের মেয়াদ
২০০১  ২০০৬
পূর্বসূরীএম এ বারী
উত্তরসূরীএ কে এম ফজলুল হক
ব্যক্তিগত বিবরণ
নাগরিকত্ব বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল

কর্মজীবন

রুবেল ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর প্রার্থী হিসাবে শেরপুর-৩ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ব্যাক্তিগত জীবন

তার বাবা মোঃ শেরাজুল হক শেরপুর -৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং তার চাচা বাংলাদেশ আওয়ামী লীগ এ কে এম ফজলুল হক সংসদ সদস্য বর্তমান পদে রয়েছেন [2]

তথ্যসূত্র

  1. "Ex-BNP MP from Sherpur jailed"bdnews24.com। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৯
  2. "Uncle, nephew contenders from Sherpur-3"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২৫ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.