মাসিক মদীনা
মাসিক মদীনা বাংলাদেশের শীর্ষস্থানীয় ও প্রাচীনতম মাসিক পত্রিকা।[1] ১৯৬১ সালে ইসলমি চিন্তাবিদ, লেখক ও সাংবাদিক মাও. মুহিউদ্দীন খান এটি প্রতিষ্ঠা করেন। তিনি মাসিক মদীনার প্রকাশক ও সম্পাদক ছিলেন। তখন থেকে শুরু করে নব্বইয়ের দশকের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশের প্রধানতম মাসিক পত্রিকা হিসেবে পরিচিতির পাশাপাশি [2] পূর্ব পাকিস্তান ও বাঙালি মুসলিম সম্প্রদায়ের মাঝে পত্রিকার পাঠক তৈরিতে মাসিক মদীনার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
![]() | |
ধরন | সাময়িকী |
---|---|
ফরম্যাট | ব্রডশীট |
মালিক | মদীনা পাবলিকেশন্স |
প্রকাশক | মদীনা পাবলিকেশন্স |
রাজনৈতিক মতাদর্শ | নয় (ধর্মীয় পত্রিকা) |
ভাষা | বাংলা |
সদরদপ্তর | ঢাকা |
প্রচলন | ৩০ হাজার ১৪০ [1] |
সহোদর সংবাদপত্র | মাসিক হেরার পয়গাম |
দাপ্তরিক ওয়েবসাইট | http://mashikmadina.org/home/mashik-madina |
ফ্রি অনলাইন আর্কাইভ? | ২০ টাকা |
বিবরণ
পত্রিকাটি মাও. মহিউদ্দিন খান ১৯৬১ সালে প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের রাজধানী ঢাকা বাংলাবাজারে মদীনা ভবন থেকে পত্রিকাটি প্রকাশিত হয়।[3] মদীনা পাবলিকেশন্স মাসিক মদীনা নিয়মিত প্রকাশ করে আসছে। প্রাক-ভারতীয় যুগের অনেক ইসলামী চিন্তাবিদগণ এ পত্রিকায় লেখালেখি করেছেন। মুসলমানদের গোষ্ঠীগত স্বার্থ রক্ষায় মাসিক মদীনা ভূমিকা পালন করে। গ্রাম-গঞ্জের সাধারণ মানুষ, বিশেষ করে পশ্চাদপদ মুসলিম সমাজের উন্নয়নে এবং মুসলিম সাহিত্য-সংস্কৃতির বিকাশে পত্রিকার ভূমিকা ছিলো। [2] আল্লামা বদরে আলম মিরেঠী (রহ.) কর্তৃক লিখিত হাদিস সংকলন ‘তরজুমানুসসুন্নাহ’র অনুবাদ ও মুসলিম শরীফ থেকে সংকলিত উর্দু হাদীস সংকলনের নির্বাচিত হাদিসের বঙ্গানুবাদ প্রথমে মাসিক মদীনায় ধারাবাহিকভাবে ছাপা হয়।[4]
সম্পাদনা
প্রভাব
তথ্যসূত্র
- "ঢাকাসহ সারাদেশের মাসিক পত্রিকার প্রচার সংখ্যা ও বিজ্ঞাপন হার" (PDF)। বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৯।
- "মদীনা প্রেমিক মাওলানা মুহিউদ্দীন খান"। দৈনিক যুগান্তর। ১ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৯।
- "মাওলানা মুহিউদ্দীন খান (রহঃ) : মাসিক মদীনা, সাপ্তাহিক মুসলিম জাহান"। জাতীয় ইমাম বাতায়ন। ২৬ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৯।
- "মাসিক মদীনার সম্পাদক হযরত মাওলানা মুহিউদ্দীন খান (রহ.)"। আপনজন পত্রিকা। ৭ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৯।