মাসিক মদীনা

মাসিক মদীনা বাংলাদেশের শীর্ষস্থানীয় ও প্রাচীনতম মাসিক পত্রিকা।[1] ১৯৬১ সালে ইসলমি চিন্তাবিদ, লেখক ও সাংবাদিক মাও. মুহিউদ্দীন খান এটি প্রতিষ্ঠা করেন। তিনি মাসিক মদীনার প্রকাশক ও সম্পাদক ছিলেন। তখন থেকে শুরু করে নব্বইয়ের দশকের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশের প্রধানতম মাসিক পত্রিকা হিসেবে পরিচিতির পাশাপাশি [2] পূর্ব পাকিস্তান ও বাঙালি মুসলিম সম্প্রদায়ের মাঝে পত্রিকার পাঠক তৈরিতে মাসিক মদীনার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

মাসিক মদীনা
ধরনসাময়িকী
ফরম্যাটব্রডশীট
মালিকমদীনা পাবলিকেশন্স
প্রকাশকমদীনা পাবলিকেশন্স
রাজনৈতিক মতাদর্শনয় (ধর্মীয় পত্রিকা)
ভাষাবাংলা
সদরদপ্তরঢাকা
প্রচলন৩০ হাজার ১৪০ [1]
সহোদর সংবাদপত্রমাসিক হেরার পয়গাম
দাপ্তরিক ওয়েবসাইটhttp://mashikmadina.org/home/mashik-madina
ফ্রি অনলাইন আর্কাইভ?২০ টাকা

বিবরণ

পত্রিকাটি মাও. মহিউদ্দিন খান ১৯৬১ সালে প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের রাজধানী ঢাকা বাংলাবাজারে মদীনা ভবন থেকে পত্রিকাটি প্রকাশিত হয়।[3] মদীনা পাবলিকেশন্স মাসিক মদীনা নিয়মিত প্রকাশ করে আসছে। প্রাক-ভারতীয় যুগের অনেক ইসলামী চিন্তাবিদগণ এ পত্রিকায় লেখালেখি করেছেন। মুসলমানদের গোষ্ঠীগত স্বার্থ রক্ষায় মাসিক মদীনা ভূমিকা পালন করে। গ্রাম-গঞ্জের সাধারণ মানুষ, বিশেষ করে পশ্চাদপদ মুসলিম সমাজের উন্নয়নে এবং মুসলিম সাহিত্য-সংস্কৃতির বিকাশে পত্রিকার ভূমিকা ছিলো। [2] আল্লামা বদরে আলম মিরেঠী (রহ.) কর্তৃক লিখিত হাদিস সংকলন ‘তরজুমানুসসুন্নাহ’র অনুবাদ ও মুসলিম শরীফ থেকে সংকলিত উর্দু হাদীস সংকলনের নির্বাচিত হাদিসের বঙ্গানুবাদ প্রথমে মাসিক মদীনায় ধারাবাহিকভাবে ছাপা হয়।[4]

সম্পাদনা

প্রভাব

তথ্যসূত্র

  1. "ঢাকাসহ সারাদেশের মাসিক পত্রিকার প্রচার সংখ্যা ও বিজ্ঞাপন হার" (PDF)বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৯
  2. "মদীনা প্রেমিক মাওলানা মুহিউদ্দীন খান"দৈনিক যুগান্তর। ১ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৯
  3. "মাওলানা মুহিউদ্দীন খান (রহঃ) : মাসিক মদীনা, সাপ্তাহিক মুসলিম জাহান"জাতীয় ইমাম বাতায়ন। ২৬ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৯
  4. "মাসিক মদীনার সম্পাদক হযরত মাওলানা মুহিউদ্দীন খান (রহ.)"। আপনজন পত্রিকা। ৭ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.