মালিক মুহম্মদ জায়সী

মালিক মুহম্মদ জায়সী ছিলেন একজন ভারতীয় সূফী কবি এবং পীর[1] তিনি তার রচনাবলী ফার্সি নাস্তালিক লিপিতে[2] অবধী ভাষায় রচনা করতেন। তিনি তার তার রচিত কালজয়ী উপন্যাস পদ্মাবতের জন্য বিখ্যাত হয়ে আছেন।[3]

রাণী নাগমতি আর তার তোতার কথোপকথনউপন্যাস ১৭৫০ সন

জীবনবৃত্তান্ত

চর্চা

সাহিত্যকর্ম

মালিক মুহম্মদ জায়সী ২৫টি উপন্যাস লেখেন। তার সবথেকে উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হলো পদ্মাবত (১৫৪০ সন)। তার এই উপন্যাসের মাধ্যমে তিনি আলাউদ্দিন খিলজি কর্তৃক চিত্তৌর দখলের ঘটনা বর্ণনা করেন।

এছাড়াও তিনি আখরাওয়াত, আখেরি কালাম, কাহ্নবত ইত্যাদি রচনা করেন।

তথ্যসূত্র

  1. "Padmini's poet: The man behind the first known narrative of Rani Padmavati is known more as a peer"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৭-১১-২৬। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১৭
  2. Sreenivasan, Ramya (২০০৭)। The Many Lives of a Rajput Queen: Heroic Pasts in India C. 1500-1900 (ইংরেজি ভাষায়)। University of Washington Press। আইএসবিএন 9780295987606।
  3. Garg, Gaṅgā Rām (১৯৯২)। Encyclopaedia of the Hindu World (ইংরেজি ভাষায়)। Concept Publishing Company। আইএসবিএন 9788170223740।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.