মার্সিডিজ বেঞ্জ

মার্সিডিজ বেঞ্জ (ইংরেজি: Mercedes-Benz; জার্মান উচ্চারণ: [mɛʁˈtseːdəs ˈbɛnts] ) হচ্ছে একটি জার্মান মোটরগাড়ি, বাস, ট্রাক এবং কোচ নির্মাতা প্রতিষ্ঠান। কার্ল বেঞ্জ, জানুয়ারি ১৮৮৬ সালে, সর্বপ্রথম মার্সিডিজ বেঞ্জের বেঞ্জ পেটেন্ট মোটরওয়াগেন নামক পেট্রল-ক্ষমতাসম্পন্ন গাড়ি তৈরি করে।[1] একই বছর গোটলিব ডাইমলার এবং ইঞ্জিনিয়ার ভিলহেল্ম মাম্বাখ একটি স্টেজকোচকে পেট্রল ইঞ্জিনে পরিবর্তন করে। ডাইমলার মোটরেন গেসেলসাফর্ট ১৯০১ সালে সর্বপ্রথম মার্সিডিজ মোটরগাড়ি বাজারে ছাড়েন। কার্ল বেঞ্জ এবং গোটলিব ডাইমলার কোম্পানি একত্রিত করে ডাইমলার-বেঞ্জ কোম্পানি নাম রাখা হয় এবং ১৯২৬ সালে প্রথম মার্সিডিজ-বেঞ্জ ব্র্যান্ড নামে গাড়ি তৈরি করা হয়।[1] মার্সিডিজ-বেঞ্জ অন্তর্নিবেশ ঘটিয়েছে অনেক নিরাপত্তা এবং প্রযুক্তির যা অন্যান্য গাড়িগুলোতে কয়েক বছর শুরু করেছে।[2] মার্সিডিজ-বেঞ্জ বিশ্বে সর্বাপেক্ষা সুপরিচিত এবং প্রতিষ্ঠিত মোটরগাড়ির ব্র্যান্ডের একটি। এটি বিশ্বের সর্বাপেক্ষা পুরাতন মোটরগাড়ির ব্র্যান্ড যা এখনও বিদ্যমান আছে।

মার্সিডিজ বেঞ্জ
ডাইমলার এজি এর বিভাগ
শিল্পমোটরগাড়িসংক্রান্ত শিল্প
প্রতিষ্ঠাকাল১৮৮১ সালে
প্রতিষ্ঠাতাকারল বেঞ্জ
গোটলিব ডাইমলার
সদরদপ্তরস্টুটগার্ট, জার্মানি
বাণিজ্য অঞ্চল
বিশ্বব্যাপী (বিশ্বজনীন মের্সেদেস-বেঞ্জের গাড়ি এবং পরিষেবা সহ অন্যান্য পরিবেশক)
প্রধান ব্যক্তি
Dieter Zetsche, CEO
পণ্যসমূহমোটরগাড়ি, ট্রাক, বাস, অভ্যন্তরীণ দহনক্রিয়া ইঞ্জিন
পরিষেবাসমূহমোটরগাড়িসংক্রান্ত আর্থিক পরিষেবা
মূল প্রতিষ্ঠানডাইমলার এজি
ওয়েবসাইটMercedes-Benz.com

তথ্যসূত্র

বহিঃসংযোগ

ভিডিও ক্লিপ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.