মার্ভেল কমিক্স

মার্ভেল ওয়ার্ল্ডওয়াইড ইনকরপোরেটেড বা সংক্ষেপে মার্ভেল কমিক্স হল যুক্তরাষ্টের অন্যতম বৃহৎ কমিক্স প্রকাশনা প্রতিষ্ঠান। ২০০৯ সালে ওয়াল্ট ডিজনি কোম্পানি ৪.২৪ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে মার্ভেল ওয়ার্ডওয়াইড কোম্পানির নিয়ন্ত্রনকারী কোম্পানি কিনে নেয়।[1]

মার্ভেল কমিক্স
মালিক কোম্পানিমার্ভেল এন্টারটেনমেন্ট
ওয়াল্ট ডিজনি কোম্পানি
সংস্থাপিত১৯৩৯
প্রতিষ্ঠাতামার্টিন গুডম্যান (প্রকাশক)
বংশোদ্ভুত দেশযুক্তরাষ্ট্র
সদর দপ্তর১৩৫ ডাব্লিউ, ৫০ স্ট্রিট, নিউ ইয়র্ক
প্রধান ব্যক্তিএলেক্স আলোনসো (প্রধান সম্পাদক)
স্ট্যান লী (প্রাক্তন প্রধান সম্পাদক)
সাহিত্যের প্রকারক্রাইম, হরর, রোম্যান্টিক, বৈজ্ঞানিক গল্পকথা
রাজস্ব ১২৫.৭ বিলিয়ন ডলার (২০০৭)
অফিসিয়াল ওয়েবসাইটwww.marvel.com

মারভেল কমিক ১৯৩৯ সালে টাইমলি কোম্পানি নামে এর যাত্রা শুরু করে এবং ১৯৫০ এর শুরুর দিকে এটলাস কমিক্স নামে পরিচিতী পায়। মার্ভেল কমিক্স বর্তমান রুপে প্রকাশ পায় যখন এর প্রতিষ্ঠাতা স্ট্যান লী, জ্যাক কিরবি , স্টিভ ডিকোর ফ্যান্টাস্টিক ফোর সহ অন্যান্য অতিমানবীয় (সুপারহিরো) চরিত্রগুলো সৃষ্টির করেন।

মার্ভেল কমিক্স মূলত বিখ্যাত এর অনিমানবীয় চরিত্র উলভারিন, স্পাইডার-ম্যান, আয়রন ম্যান, হাল্ক, থর, ক্যাপ্টেন আমেরিকা, ক্যাপ্টেন মার্ভেল, ডেয়ারডেভিল, ব্ল্যাক প্যান্থার, ডক্টর স্ট্র‍্যাঞ্জ, ডেডপুল, গোস্ট রাইডার, পানিশার ইত্যাদি চরিত্রের জন্য । মারভেল কমিক্সের অতিমানবীয় চরিত্রগুলো মূলত মারভেল ইউনিভার্সের নামে পরিচালিত হয়। এই চরিত্রগুলো অনেকসময় বাস্তব জীবনের শহর যেমন নিউ ইয়র্ক, লস এঞ্জেলস এবং শিকাগো কে কেন্দ্র করে পরিচালিত হয়। মার্ভেল কমিকসকে ভিত্তি করে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স তৈরি করা হয়েছে যেখানে এর জনপ্রিয় কমিক চরিত্র গুলো নিয়ে চলচিত্র নির্মিত হচ্ছে । [2]

তথ্যসূত্র

  1. SECInfo.com: "Marvel Entertainment/Inc. 10-K for 12/31/07", filed February 28, 2008
  2. "স্ট্যান লী: মার্ভেল কমিক্স এর সাফল্যের নায়ক!"টুনস ম্যাগ। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.