মারিও মিরান্ডা
পদ্মবিভুষন মারিও মিরান্ডা (Mario João Carlos do Rosario de Brito Miranda) (২রা মে ১৯২৬- ১১ ডিসেম্বর ২০১১), ছিলেন একজন ভারতীয় কার্টুনিস্ট ও চিত্রকর, যার ক্রিয়া-কর্মের পরিধি ছিলো গোয়া রাজ্যের লউটলিম কে ঘিরে।
মারিও মিরান্ডা | |
---|---|
![]() মারিও মিরান্ডা | |
জন্ম | মারিও হোয়াও কার্লোস দো রোজারিও দে ব্রিটো মিরান্ডা ২ মে ১৯২৬ |
মৃত্যু | ১১ ডিসেম্বর ২০১১ (বয়স ৮৫) |
জাতীয়তা | পর্তুগীজ, পরবর্তীতে ভারতীয় |
পেশা | কার্টুনিস্ট, চিত্রশিল্পী |
পরিচিতির কারণ | দ্য ইলাস্ট্রেটেড উইকলি অফ ইন্ডিয়ার কার্টুনিস্ট |
ওয়েবসাইট | www |
মিরান্ডা যুক্ত ছিলেন দ্য টাইমস অব ইন্ডিয়া ও ইকনমিক টাইমস এর মত মুম্বাইয়ের অনেক নামী পত্রিকার সাথে, মূলত ইলাস্ট্রেশনের কাজের জন্য। তিনি তার মৃত্যুর পর ২০১২ খ্রীঃ -তে পদ্মবিভুষণ দ্বারা সম্মানিত হন।[1]
তথ্যসূত্র
- "Padma Awards"। pib। ২৭ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৩।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.