মারিও মিরান্ডা

পদ্মবিভুষন মারিও মিরান্ডা  (Mario João Carlos do Rosario de Brito Miranda) (২রা মে ১৯২৬- ১১ ডিসেম্বর ২০১১), ছিলেন একজন ভারতীয় কার্টুনিস্ট ও চিত্রকর, যার ক্রিয়া-কর্মের পরিধি ছিলো গোয়া রাজ্যের লউটলিম কে ঘিরে।

মারিও মিরান্ডা
মারিও মিরান্ডা
জন্ম
মারিও হোয়াও কার্লোস দো রোজারিও দে ব্রিটো মিরান্ডা

২ মে ১৯২৬
মৃত্যু১১ ডিসেম্বর ২০১১ (বয়স ৮৫)
লুতোলিম, সালসেট, গোয়া, ভারত
জাতীয়তাপর্তুগীজ, পরবর্তীতে ভারতীয়
পেশাকার্টুনিস্ট, চিত্রশিল্পী
পরিচিতির কারণদ্য ইলাস্ট্রেটেড উইকলি অফ ইন্ডিয়ার কার্টুনিস্ট
ওয়েবসাইটwww.mariodemiranda.com

মিরান্ডা যুক্ত ছিলেন দ্য টাইমস অব ইন্ডিয়াইকনমিক টাইমস এর মত মুম্বাইয়ের অনেক নামী পত্রিকার সাথে, মূলত ইলাস্ট্রেশনের কাজের জন্য। তিনি তার মৃত্যুর পর ২০১২ খ্রীঃ -তে পদ্মবিভুষণ দ্বারা সম্মানিত হন।[1]

তথ্যসূত্র

  1. "Padma Awards"। pib। ২৭ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.