মারাকাইবো হ্রদ

মারাকাইবো হ্রদ (স্পেনীয় ভাষায়: Lago de Maracaibo লাগো দে মারাকাইবো) উত্তর-পশ্চিম ভেনেজুয়েলার একটি অগভীর জলাশয়, যা মারাকাইবো বেসিনের ১৩,৩০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। ১৯৫ কিলোমিটার দীর্ঘ হ্রদটি উত্তরে ৫৫ কিলোমিটার দীর্ঘ তাবলাসো প্রণালীর মাধ্যমে ভেনেজুয়েলা উপসাগরের সাথে সংযুক্ত। কাতাতুম্বো, সান্তা আনা, ও চামা নদীগুলি হ্রদটিতে মিষ্টি পানি বয়ে নিয়ে আনে। হ্রদটির উত্তরের অংশের পানি কিছুটা লোনা।

মারাকাইবো হ্রদ
Map
স্থানাঙ্ক১০°৩৯′ উত্তর ৭১°৩৬′ পশ্চিম
ধরনbay
প্রাথমিক অন্তর্প্রবাহকাতাতুম্বো নদী
প্রাথমিক বহিঃপ্রবাহভেনেজুয়েলা উপসাগর
অববাহিকার দেশসমূহভেনেজুয়েলা, কলম্বিয়া
পৃষ্ঠতল অঞ্চল13,210 km²
সর্বাধিক গভীরতা60.0 m
পানির আয়তন280.00 km³
পৃষ্ঠতলীয় উচ্চতা0 m
জনবসতিMaracaibo, Cabimas

মারাকাইবো হ্রদটি মারাকাইবো এবং কাবিমাস বন্দরগুলির জন্য একটি প্রধান জাহাজপথ হিসেবে কাজ করে। হ্রদটির নিচে ও আশেপাশে মারাকাইবো বেসিনে পেট্রোলিয়ামের মজুদ আছে, ফলে এটি ভেনেজুয়েলার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল। উত্তরে হ্রদের মুখের কাছে ৮.৭ কিলোমিটার দীর্ঘ ও ১৯৬২ সালে নির্মিত জেনারেল রাফায়েল উর্দানেতা সেতু বিশ্বের দীর্ঘতম সেতুগুলি একটি।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.