মানি ইন দ্য ব্যাংক (২০১৫)
মানি ইন দ্য ব্যাংক (২০১৫) ছিল ডাব্লিউডাব্লিউই কর্তৃক আয়োজিত পেশাদারি কুস্তি প্রতি-দর্শনে-পরিশোধ (PPV) আয়োজন। এটি ১৪ জুন, ২০১৫ কলম্বাস, ওহিওর ন্যাশনওয়াইড ক্রীড়াঙ্গন এ অনুষ্ঠিত হয়।[2] এটা মানি ইন ব্যাংক এর কালানুক্রমিক অনুসারে সপ্তম আয়োজন। এটা কলম্বাসে ২০০৪ এর ব্যাড ব্লাডের পর প্রথম প্রতি-দর্শনে-পরিশোধ পেশাদারি কুস্তি আয়োজন। ১৪০টি দেশের ডাব্লিউডাব্লিউই এর নতুন সাবসক্রাইভার দের জন্য ডাব্লিউডাব্লিউই নেটওয়ার্ক এ মানি ইন দ্য ব্যাংক ফ্রী করে দেওয়া হয়।[3][4][5]
মানি ইন দ্য ব্যাংক (২০১৫) | ||||
---|---|---|---|---|
![]() প্রচরণা পোস্টারে ডীন আমব্রোস | ||||
উদ্ভোবনী সঙ্গীত(সমূহ) | জিম জনস্টন কর্তৃক "মানি ইন দ্য ব্যাংক" | |||
তথ্য | ||||
পদোন্নতি | ডাব্লিউডাব্লিউই | |||
স্পন্সর | কুল-এইড | |||
তারিখ | জুন ১৪, ২০১৫ | |||
উপস্থিতি | ১৫,২৭৭[1] | |||
ভেন্যু | Nationwide Arena | |||
শহর | Columbus, Ohio | |||
ডাব্লিউডাব্লিউই নেটওয়ার্ক ইভেন্টের কালানুক্রমিক | ||||
| ||||
মানি ইন দ্য ব্যাংক কালানুক্রমিক | ||||
|
এই আয়োজনে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়, সাথে প্রাকদর্শনে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মানি ইন দ্য ব্যাংক চুক্তির ল্যাডার ম্যাচে শেইমাস জয় লাভ করে। প্রধান ম্যাচে সেথ রলিন্স ল্যাডার ম্যাচ এ ডীন আমব্রোসকে হারিয়ে তার ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশীপ অক্ষুণ রাখেন।
ফলাফল
নং. | ফলাফল | শর্তাধীন বিষয় | সময়[6][7] |
---|---|---|---|
১প | আর-ট্রুথ কিং ব্যারেটকে পরাজিত করে | একাকী ম্যাচ[8] | ০৫:৪১ |
২ | শেইমাস ডলফ জিগলার, নেভিল, কফি কিংস্টন, কেইন, রোমান রেইংস এবং রেনডি অর্টনকে পরাজিত করে | মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচ ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশীপ চুক্তির জন্য[9] | ২০:৫০ |
৩ | নিক্কি বেলা (চ) পেইজকে পরাজিত করে | ডাব্লিউডাব্লিউই ডিভাস চ্যাম্পিয়নশীপ এর জন্য একাকী ম্যাচ [10] | ১১:১৮ |
৪ | বিগ শো রাইব্যাককে (চ) ম্যাচ বর্জনের দ্বারা পরাজিত করেছে | ডাব্লিউডাব্লিউই আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়নশীপ এর জন্য একাকী ম্যাচ[11] | ০৫:২৮ |
৫ | জন সিনা কেভিন ওয়েনসকে পরাজিত করেছে | চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন[12] | ১৯:১৫ |
৬ | দ্য প্রাইম টাইম প্লেয়ার (ড্যারেন ইয়ং এবং টাইটাস ও'নেইল) দ্য নিউ ডেইকে (বিগ ই এবং যাবিয়ার উডস) (চ) পরাজিত করে | ট্যাগ টিম ম্যাচ ডাব্লিউডাব্লিউই ট্যাগ টিম চ্যাম্পিয়নশীপ এর জন্য[13] | ০৫:৪৮ |
৭ | সেথ রলিন্স (চ) ডীন আমব্রোসকে পরাজিত করেছে | ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশীপ এর জন্য ল্যাডার ম্যাচ[14] | ৩৫:৪০ |
|
তথ্যসূত্র
- Clark, Ryan। "WWE Money In The Bank Attendance"। সংগ্রহের তারিখ জুন ১২, ২০১৫।
- Johnson, Mike। "COMPLETE 2015 WWE PPV SCHEDULE"। pwinsider.com। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৫।
- Namako, Jason। "New subscribers get the WWE Network free in June"। wrestleview.com। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৫।
- "For new WWE Network subscribers, the month of June is free, including Money in the Bank"। WWE। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৫।
- "New Subscribers Get May Free Including Money in the Bank"। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৫।
- Caldwell, James। "CALDWELL'S MITB PPV RESULTS 6/14 (pre-show): Complete "virtual-time" coverage of Dusty Rhodes tributes, Barrett vs. Truth, more"। Pro Wrestling Torch। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৫।
- Caldwell, James। "CALDWELL'S WWE MITB PPV RESULTS 6/14: Complete "virtual-time" coverage of Dusty Rhodes 10-bell salute, WWE Title match, MITB match, Cena vs. Owens II, more"। PWTorch.com। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৫।
- Laboon, Jeff। "R-Truth vs. King Barrett (Kickoff Match)"। WWE। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৫।
- Laboon, Jeff। "Money in the Bank Contract Ladder Match"। WWE। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৫।
- Summerville, James। "Divas Champion Nikki Bella vs. Paige"। WWE। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৫।
- Pappolla, Ryan। "Intercontinental Champion Ryback vs. Big Show"। WWE। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৫।
- Melok, Bobby। "John Cena vs. Kevin Owens"। WWE। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৫।
- Burdick, Michael। "WWE Tag Team Champions The New Day vs. The Prime Time Players"। WWE। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৫।
- Clapp, John। "WWE World Heavyweight Champion Seth Rollins vs. Dean Ambrose (Ladder Match)"। WWE। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৫।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.