মাদ্রাসা-এ-মুহাম্মদিয়া আহমদিয়া সুন্নিয়া
মাদ্রাসা-এ-মুহাম্মদিয়া আহমদিয়া সুন্নিয়া বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুন্ডে অবস্থিত একটি মাদরাসা।
মাদ্রাসা-এ-মুহাম্মদিয়া আহমদিয়া সুন্নিয়া | |
---|---|
অবস্থান | |
![]() মাদাম বিবির হাট, ভাটিয়ারী, সীতাকুন্ড উপজেলা বাংলাদেশ | |
তথ্য | |
প্রতিষ্ঠাকাল | ১৯৮৩ |
বিদ্যালয় জেলা | চট্টগ্রাম |
বিদ্যালয় কোড | ৩৪৬১ |
প্রধান শিক্ষক | মুহাম্মদ হাছান রেজভী |
অনুষদ |
|
শিক্ষকমণ্ডলী | ২৯ |
শ্রেণী | শিশু -আলিম |
লিঙ্গ | ছেলে ও মেয়ে |
শিক্ষার্থী সংখ্যা | প্রায় ৪০০ |
রঙ | সাদা |
অবস্থান
এটি চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার অর্ন্তগত ভাটিয়ারীর বানুরবাজারে অবস্থিত।
ইতিহাস
১৯৮৩ সালে মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। মাদরাসাটি সীতাকুন্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের ইমাম নগর (বানুর বাজার) গ্রামের জনবহুল এলাকায় অবস্থিত । মাদরাসাটি ২.৩৯ একর জায়গার উপর অবস্থিত। মাদরাসাটিতে তিনটি ভবন রয়েছে। মাদরাসাটি প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নিয়েছিলেন হযরত সৈয়্যদ মোহাম্মদ তৈয়্যব শাহ এবং পরবর্তীতে তিনি এটির ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। ১৯৯০ সালে মাদরাসাটি দাখিল এবং ২০০২ সালে আলিমের কার্যক্রম চালুর অনুমতি পায়।[1]
তথ্যসূত্র
- "মাদ্রাসা-এ-মুহাম্মদিয়া আহমদিয়া সুন্নিয়া (আলিম) এর ইতিহাস"। chittagong.gov.bd।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.